ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন সন্ত্রাসী তালিকায় আল জাজিরার সাংবাদিক

প্রকাশিত: ০৭:৩১, ১০ মে ২০১৫

মার্কিন সন্ত্রাসী তালিকায়  আল জাজিরার সাংবাদিক

মার্কিন কর্তৃপক্ষ পাকিস্তানে কর্মরত আল জাজিরার এক সাংবাদিককে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার জন্য সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক ঠিকাদার এ্যাডওয়ার্ড স্নোডেনের এক দলিলের উল্লেখ করে এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। অনলাইন নিউজসাইট ইন্টারসেপ্ট বলেছে, আল জাজিরার ইসলামাবাদ ব্যুরো প্রধান আহমদ মুয়াফাক জাইদার নাম সন্ত্রাসী নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং এনএসএ’র দলিলে তাকে আল কায়েদা ও মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। জাইদান এ সংস্থাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা থাকার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ইন্টারসেপ্টের কাছে। অথচ ওসামা বিন নাদেনসহ আল কায়েদার শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতকার গ্রহণে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস রিপোর্টের জবাবে বলেছে, এ অভিযোগের কারণে একটা ঝামেলায় কমিটি খুবই বিচলিত বোধ করছে। কমিটির এশিয়া কর্মসূচীর সমন্বয়ক বব ডাইয়েটজ বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রমাণ হিসেবে একজন শ্রদ্ধাবান সাংবাদিকের বৈধ সংবাদ সংগ্রহ কর্মকা-কে অতিরঞ্জিত করা হলে মিডিয়ার গুরুত্বপূর্ণ কাজ নিরুৎসাহিত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। -এএফপি
×