ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে প্রবীণদের জন্য ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩১, ১০ মে ২০১৫

সাভারে প্রবীণদের জন্য ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ মে ॥ সাভারে বেসরকারী প্রতিষ্ঠান ‘সুবার্তা’ ট্রাস্টের উদ্যোগে সমাজের সঙ্কটগ্রস্ত প্রবীণদের জন্য উদ্বোধন করা হলো ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্র। শনিবার সকালে সাভারের ব্যাংক টাউনে এ ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। পরে আয়োজন করা হয় আলোচনা সভার। ফিজিওথেরাপি ও স্ট্রোক পুনর্বাসন কেন্দ্র ছাড়াও বৃদ্ধাশ্রমে থাকা এসব সঙ্কটাপন্ন ব্যক্তিদের জীবন-মান উন্নয়নে এ সময় প্রবীণ স্বাস্থ্য সেবা ক্যাম্প, কেয়ারগিভার প্রশিক্ষণ এবং প্রবীণবান্ধব আয়বর্ধক প্রকল্পের উদ্বোধন করা হয়। ব্যাংকটাউন গৃহনির্মাণ সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় সুবার্তার প্রতিষ্ঠাতা সেলিনা আক্তার, মেজর জেনারেল (অব.) ফেরদৌস, দূপ্রক’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
×