ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবীন্দ্রজয়ন্তীতে বরিশালে উত্তরণের সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৬, ১০ মে ২০১৫

রবীন্দ্রজয়ন্তীতে বরিশালে উত্তরণের সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী সংগঠন বাবুগঞ্জ উপজেলার আগরপুরের উত্তরণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জয়ন্তী উপলক্ষে শুক্রবার দিনভর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে বেতার শিল্পী ফিরোজ রহমান, আমিন মোল্লা, ঝর্ণা দাসসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ওইদিন সকাল দশটায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিনভর অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর নীলকান্ত বেপারী। দিনব্যাপী অনুষ্ঠানে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি শিকদার রেজাউল করীম, উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, কবি সোহরাব হোসেন, কবি ফাতেমা জান্নাত চাঁদনীসহ অন্যরা কবিতা আবৃত্তি করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি হারুন-অর রশিদ দূররাগীর সভাপতিত্বে রবীন্দ্রজয়ন্তীর আলোচক ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক এম এ কাশিম, প্রভাষক দীনেশ চন্দ্র জয়ধর, ডা. মাখন লাল প্রমুখ।
×