ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিমান হামলায় শীর্ষ আল কায়েদা জঙ্গী নিহত

প্রকাশিত: ০৭:০২, ৯ মে ২০১৫

বিমান হামলায় শীর্ষ  আল কায়েদা  জঙ্গী নিহত

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় আল-কায়েদা ইন দ্য আরব পেনিনসুলার (একিউএপি) শীর্ষ জঙ্গী নাসের আল-আনসি নিহত হয়েছে। একিউএপি’র বিবৃতির বরাত দিয়ে ইন্টারনেটে জঙ্গী বিদ্রোহীদের তৎপরতা পর্যক্ষেণকারী একটি মার্কিন গ্রুপ সাইট ইন্টেলিজেন্স বলেছে, এপ্রিলে বন্দর নগরী মুকাল্লায় আনসি নিহত হয়। খবর বিবিসির। কিন্তু আনসির নিহত হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। একিউএপি’র কয়েকটি ভিডিওতে আনসিকে দেখা গিয়েছিল। এদের মধ্যে একটি ভিডিওতে তিনি দাবি করেন যে, জানুয়ারিতে ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোর প্যারিস অফিসে হামলার নেপথ্যে ছিল আল কায়েদা। এ হামলায় ১২ জন নিহত হয়। এছাড়াও সাইট ইন্টেলিজেন্স বলেছে, আনসি আরও দাবি করে যে, একিউএপি আমেরিকান সাংবাদিক লুক সোমারসকে আটক করে এবং তখন তাকে হত্যা করে। গত ডিসেম্বরে ইয়েমেনে আল কায়েদা জঙ্গীরা সোমারস ও দক্ষিণ আফ্রিকান শিক্ষক পিয়ারে কোরকিকে হত্যা করে। ইয়েমেনি বিশেষ বাহিনী ও যুক্তরাষ্ট্র উদ্ধার প্রচেষ্টায় ব্যর্থ হলে তাদের হত্যা করা হয়।
×