ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুগঞ্জের একটি ইউনিট থেকে ২০২ মে. ও বিদ্যুত উৎপাদন শুরু

প্রকাশিত: ০৬:৩২, ৯ মে ২০১৫

 আশুগঞ্জের একটি ইউনিট থেকে ২০২ মে. ও বিদ্যুত উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের নবনির্মিত একটি ইউনিট থেকে শুক্রবার বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুত উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ী ইউনাইটেড মডিউলার পাওয়ার প্লান্টের এ ইউনিট থেকে দীর্ঘ দু’মাস যাবত পরীক্ষামূলক উৎপাদনের পর শুক্রবার সকাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। নতুন এ ইউনিটটি চালু হওয়ায় দেশের বিদ্যুত ঘাটতি কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে কর্তৃপর্ক্ষ। ইউনাইটেড পাওয়ার লিমিটেডের সিইও রিয়ার এডমিরাল বজলুর রহমান জানান, ১৯৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের কথা থাকলেও এটি থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। গত মাসের প্রথম সপ্তাহে আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের উদ্যোগে ১৫৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলের আরও একটি বিদ্যুত ইউনিট বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে আসে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ৯টি ইউনিট থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হচ্ছে।
×