ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইডেলবার্গের লভ্যাংশ বিতরণ রবিবার

প্রকাশিত: ০৩:৫৯, ৮ মে ২০১৫

হাইডেলবার্গের লভ্যাংশ বিতরণ রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করবে আগামী রবিবার। চলবে ১২ মে মঙ্গলবার পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানির কর্পোরেট অফিস সিম্ফনি (৬ষ্ঠ এবং সপ্তম ফ্লোর), প্লট নং. এসই (এফ) ৯, রোড নং-১৪২, সাউথ এভিনিউ, গুলশান-১ থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। কোম্পানিটি জানিয়েছে, যারা নির্ধারিত তারিখের মধ্যে লভ্যাংশের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তাদের টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে হাইডেলবার্গ সিমেন্ট ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। মবিল যমুনার ইপিএস বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত হিসাব বছরে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ৫০ শতাংশ। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়। জানা গেছে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। আগের বছর এই কোম্পানি শেয়ারপ্রতি আয় করেছিল ২ টাকা ৯৩ পয়সা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির মুনাফার পরিমাণও বেড়েছে। কোম্পানিটি কর পরিশোধের পর মুনাফা করেছে ১০৫ কোটি ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৬৯ কোটি ৯৬ লাখ টাকা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির রিটেন আর্নিংস বা অবণ্টিত মুনাফা দাঁড়িয়েছে ১২৯ কোটি ৪২ লাখ টাকা।
×