ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলকাতা-দিল্লী ফিরতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৪০, ৭ মে ২০১৫

কলকাতা-দিল্লী ফিরতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে আজ রয়েছে দুটি ম্যাচ। ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হবে দিল্লী ডেয়ারডেভিলস। মুম্বাইয়ে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। চার দলের জন্যই আজ ফিরতি ম্যাচ। প্রথম দেখায় হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছিল এ পর্যায়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল রাজস্থান। দিল্লীকেও ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা। তার ওপর দু’দলই শেষ ম্যাচে পেয়েছে দারুণ জয়। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৫ রানের বড় জয়ের মধ্য দিয়ে পেশাদারিত্বের সাক্ষর রাখে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা। সমম্মিত প্রয়াসে ৭ উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে গৌতম গাম্ভীরের দল। সর্বোচ্চ ৩৩ রান করেন মানিষ পান্ডে। ১৯ বলে অপরাজিত ৩০ রান আসে ইউসুফ পাঠানের ব্যাট থেকে। এরপর হায়দরাবাদকে ৯ উইকেটে ১৩২ রানে থামিয়ে রাখার কৃতিত্ব উমেষ যাদব (২/৩৪) ও ব্রাড হগদের (২/১৭)। ম্যাচসেরা হন যাদব। দারুণ জয়ে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পেছনে ফেলে ফের তিন নম্বরে উঠে গেছে কলকাতা। ‘এটি আমাদের পেশাদারিত্বের সাফল্য। ইডেনে ১৬৭ রান কম নয়, তবে ১৫ ওভারের সময় মনে হয়েছিল আমরা ১৮০-তে পৌঁছাতে পারব। রাসেল তাড়াতাড়ি আউট না হলে ১৯০ হতে পারত।’ বোলাররাই কলকাতার কাজটা সহজ করে দেয়। শুরুতেই ডেভিড ওয়ার্নার ও নামান ওঝাকে ফিরিয়ে দিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেন স্থানীয় পেসার যাদব। ভাল করেন ৪৪ বছর বয়সী চায়নাম্যান স্পিনার ব্রাড হগ। কলকাতা অধিনায়ক যোগ করেন, ‘ফ্ল্যাট পিচেও হগি দুর্দান্ত, আশা করছি নারাইনের অভাব ভুলিয়ে দেবে সে।’ গাম্ভীরের হাতে রয়েছে আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পার মতো পারফর্মার। ১০ খেলায় ৪ জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা জেপি ডুমিনির নেতৃত্বাধীন দিল্লীর জন্য ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ হবে না। শেষ ম্যাচে রাজস্থানের কাছে ১৪ রানে হারে তারা। দলটিতে আছেন ইমরান তাহির, এ্যাঞ্জেলো ম্যাথুস, যুবরাজ সিং ও মনোজ তিওয়ারির মতো ক্রিকেটার। তার আগে দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে এগিয়ে থাকবে রাজস্থান। ১১ খেলায় ৬ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেন ওয়াটসনের দল। শেষ ম্যাচে জয় পাওয়া রাজস্থান প্রথম দেখায় এই হায়দরাবাদকে হারিয়েছিল ৬ উইকেটে। দলটির বড় শক্তি তিন অস্ট্রেলিয়ান তারকা ওয়াটসন, জেমস ফকনার ও স্টিভেন স্মিথ। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদে দেখা যাবে ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট, রবি বোপারা ও শিখর ধাওয়ানদের।
×