ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিসিবির ওপর ক্ষেপেছেন ওয়াসিম আকরাম

প্রকাশিত: ০৬:৩৮, ৭ মে ২০১৫

পিসিবির ওপর ক্ষেপেছেন ওয়াসিম আকরাম

স্পোর্টস রিপোর্টার ॥ দলে একের পর এক পরিবর্তন ঘটিয়েই চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে ফল কী হচ্ছে? বাংলাদেশের বিপক্ষে একের পর এক ম্যাচে হার হয়েছে। এমনকি প্রথম টেস্টেও জিততে পারেনি পাকিস্তান! আর তাই পিসিবির ওপর আবারও ক্ষেপেছেন ‘সুলতান অব সুইং’ পাকিস্তানের লিজেন্ড পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বদান্যতার সমালোচনা ওয়াসিমের কণ্ঠে এরআগেও শোনা গেছে। আবারও বোর্ডের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললে এ ‘স্পিড স্টার’। পাক দলে ঘনঘন ক্রিকেটার পরিবর্তনের বিষয়টিতে ঘোর আপত্তি তুলেছেন ওয়াসিম। মঙ্গলবার সাবেক ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারের সঙ্গে কলকাতায় একটি অনুষ্ঠানে উমর আকমল ও আহমেদ শেহজাদের দল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলের ওয়াসিম। এমন করাতে পাকিস্তান ক্রিকেটের সার্বিক ক্ষতি হচ্ছে বলে মনে করছেন ওয়াসিম। তিনি বলেন, ‘যখনই দলের পারফর্মেন্স খারাপ হয়, তারা (পিসিবি কর্মকর্তারা) ক্রিকেটারদের দল থেকে ছেঁটে ফেলে। কী করে উমর আকমল বা আহমেদ শেহজাদকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো? পিসিবি এই উঠতি ক্রিকেটারদের জন্য আগামী ১০ বছরের জন্য টাকা ঢেলেছে।’ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বাংলাদেশ সফরে পাকিস্তান দলে আকমল ও শেহজাদকে রাখা হয়নি। কিংবদন্তি এ পেসার বলেন, ‘কোচ হিসেবে আমার কাজ, ছেলেদের শৃঙ্খলা শেখানো দলকে ঐক্যবদ্ধ রাখা বাদ দেয়া নয়। এই কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে’ ঘরোয়া ক্রিকেটে তুলনামূলক অর্থ ব্যয় কম করছে পিসিবি। যে কারণে ক্রিকেটের উন্নতি হচ্ছে না বলে মনে করছেন ওয়াসিম। এমন সময় পিসিবির সমালোচনা করলেন ওয়াসিম আকরাম, যখন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। প্রথমদিনেই ওয়াসিম আকরামের এ সমালোচনা পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের কানেও নিশ্চয়ই এসেছে। শাহরিয়ার আবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেই দেখেছেন। চতুর্দিকে যখন পাকিস্তানের ভরাডুবির জন্য পিসিবিকেই দায়ী করা হচ্ছে, সাবেক ক্রিকেটাররা সমালোচনা করছেন; অবশেষে সেই সমালোচনায় যোগ দিয়ে ফেলেছেন ওয়াসিম আকরামও। ইমরান খান, রমিজ রাজা, মোহাম্মদ ইউসুফ, রশীদ লতিফ থেকে শুরু করে সবাই পিসিবির সমালোচনা করছেন। এমন মুহূর্তে ওয়াসিম একটু কোচের নিন্দাও করেছেন। বলেছেন, ‘যে ক্রিকেটারদের বাদ দেয়া হয়েছে, কারণ হিসেবে অখেলোয়াড়সুলভ আচরণকেই দায়ী করা হয়েছে। কিন্তু কোচের প্রথম কাজটিই হচ্ছে দলে শৃঙ্খলা আনা। দলকে ভালভাবে ম্যানেজ করা। দল থেকে বাদ দেয়াই সব সমস্যার সমাধান নয়। এ জন্যই পাকিস্তান ক্রিকেট ভুগছে।’
×