ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাজারে এলো সিম্ফনির ব্যাটারির স্মার্টফোন

প্রকাশিত: ০৪:৪০, ৭ মে ২০১৫

বাজারে এলো সিম্ফনির ব্যাটারির স্মার্টফোন

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ এখন বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। দামের দিক থেকে স্মার্টফোন হাতের নাগালে এলেও শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এখনও অপ্রতুল। আর সেজন্যই স্মার্টফোন ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে সিম্ফনি এবার বাজারে এনেছে এক্সপ্লোরার ও এইচ১৫০ ও ভি৬০ নামের দুটি স্মার্টফোন। সম্প্রতি যমুনা ফিউচার পার্কের সিম্ফনি মোবাইলের ১০০তম ব্র্যান্ড আউটলেটে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ। -বিজ্ঞপ্তি হুয়াইর দ্বিতীয় এক্সপেরিয়েন্স স্টোর চালু স্মার্টফোন ব্র্যান্ড হুয়াই মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে তাদের দ্বিতীয় এক্সপেরিয়েন্স স্টোর চালু করেছে। হুয়াই ডিভাইস বাংলাদেশের ডিভাইস বিজনেস ডিরেক্টর ইংমার ওয়াং এবং বাংলাদেশের নেতৃস্থানীয় আইসিটি সাংবাদিকদের উপস্থিতিতে এক্সপেরিয়েন্স স্টোরটি উদ্বোধন করা হয়। এক্সপেরিয়েন্স স্টোরটিতে হুয়াইর সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে এবং দামও হবে অন্যান্য মোবাইল ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতামূলক। এক্সপেরিয়েন্স স্টোরটি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর-এ শপ নং ১২সি-তে অবস্থিত। গত মাসে রাজধানীর বসুন্ধরা সিটিতে হুয়াই তাদের প্রথম এক্সপেরিয়েন্স স্টোর উদ্বোধন করে। -বিজ্ঞপ্তি
×