ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গার্ডিওলাকে পাত্তা দিচ্ছেন না মেসি!

প্রকাশিত: ০৬:১৯, ৬ মে ২০১৫

গার্ডিওলাকে পাত্তা দিচ্ছেন না মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে আজ বার্সিলোনার বিপক্ষে মাঠে নামছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। এই ম্যাচের আগে দুই দলই ফেবারিট। তবে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বেয়ার্ন মিউনিখের কোচ পেপ গার্ডিওলা। কেননা বার্সিলোনাতে দুর্দান্ত চার বছর কাটানোর পরই যে বর্তমানে বেয়ার্ন মিউনিখে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তাই অনেকেই মনে করছেন চ্যাম্পিয়ন্স লীগের এই লড়াইয়ে গার্ডিওলার কারণে বেয়ার্ন মিউনিখই এগিয়ে থাকবে। কেননা বার্সিলোনার অনেক কিছুই নকদর্পনে তার। তবে এ বিষয়ে মোটেই পাত্তা দিচ্ছেন না বার্সিলোনার সেরা তারকা লিওনেল মেসি। তার মতে কোচ হিসেবে গার্ডিওলা যেমন বার্সা সম্পর্কে জানেন তেমনি খেলোয়াড় হিসেবেও গার্ডিওলার দুর্বলতা জানে মেসি-ইনিয়েস্তারা। এ বিষয়ে লিওনেল মেসি বলেন, ‘তিনি (গার্ডিওলা) আমাদের সঙ্গে দীর্ঘদিন কোচ হিসেবে ছিলেন। এটা আমাদের সৌভাগ্য। কেননা তার সময়েই অসাধারণ সব মুহূর্ত এবং অনেক শিরোপা জিতেছিলাম। তিনি কোচ, আর কোচ হিসেবে গবেষণা করাটাই তার কাজ। তবে এই ম্যাচ দুই দলের জন্যই সমান। পেপ আমাদের সম্পর্কে ভাল জানেন এবং আমরাও জানি যে সে তার খেলোয়াড়দের কি ধরনের পরামর্শ দিতে পারেন। বলতে পারেন এটা ফিফটি-ফিফটি। তিনি যেমন তবে বেয়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার টমাস মুলার মনে করছেন বার্সিলোনা শক্তিশালী দল সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তাদের হারানোর কৌশল বেশ ভালই জানা পেপের। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানি যে বার্সিলোনা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। চ্যাম্পিয়ন্স লীগে বড় দুটি দলকে বিদায় করেই সেমিফাইনালে উঠেছে তারা। কিন্তু আমি আশাবাদী এবং তাদের বিপক্ষে জয়ই আমাদের মূল লক্ষ্য।’ এ সময় টমাস মুলার আরও বলেন, ‘আমরা বেশ ভালভাবেই প্রস্তুতি নিচ্ছি। অন্য যে কারও চেয়ে পেপ বার্সিলোনা সম্পর্কে ভাল জানেন। তিনি আমাদের রেসিপি দেবেন। আর বাকি কাজটা আমাদের খেলোয়াড়দেরই করতে হবে।’ ২০০৮ সালে স্প্যানিশ ক্লাব বার্সিলোনায় কোচ হিসেবে যোগ দিয়েছিলেন গার্ডিওলা। ২০১২ সালে বার্সা ছাড়ার আগেই কাতালান ক্লাবটিকে চার বছরে ১৪ শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে বার্সাকে দিয়েছিলেন ভিন্ন গ্রহের ক্লাবের খ্যাতাব। এবার সেই বার্সিলোনায় প্রতিপক্ষ হিসেবে ডাগআউটে নামতে যাচ্ছেন গার্ডিওলা।
×