ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেঙ্গলে ইকবাল বাহার চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৭:১৩, ৫ মে ২০১৫

বেঙ্গলে ইকবাল বাহার চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ ধানম-ির বেঙ্গল শিল্পালয়ে আগামী ৬ মে বুধবার অনুষ্ঠিত হবে ইকবাল বাহার চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আয়োজক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ইকবাল বাহার চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন। আবৃত্তি সন্ধ্যায় তাঁর পাঠ করা কবিতা নিয়ে পরবর্তীকালে ‘প্রাণের জয়বার্তা’ শীর্ষক একটি অডিও এ্যালবাম প্রকাশিত হবে। প্রসঙ্গত, কবিতা আবৃত্তির ভুবনে খ্যাত ইকবাল বাহার চৌধুরী ভয়েস অব আমেরিকার পরিচিত বেতার কণ্ঠস্বর। কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতা রচিত হয় ইকবাল বাহার চৌধুরীর পিতা মুহম্মদ হাবীবুল্লাহ বাহারের মাতামহ খান বাহাদুর আবদুল আজিজের চট্টগ্রামের বাসভবনে, যখন অতিথি হিসেবে কবি সেখানে ছিলেন। কয়েকটি আবার রচিত হয়েছিল আবদুল আজিজ, তাঁর দৌহিত্র-দৌহিত্রী হাবীবুল্লাহ বাহার ও শামসুন নাহার মাহমুদের পুত্র মামুন মাহমুদকে নিয়ে।
×