ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নজর মহাদেশটির বিপুল তেল ও খনিজ সম্পদের দিকে

কৌশলগত স্বার্থে এ্যান্টার্কটিকায় চীনের মজবুত অবস্থান

প্রকাশিত: ০৬:৪৩, ৫ মে ২০১৫

কৌশলগত স্বার্থে এ্যান্টার্কটিকায় চীনের মজবুত অবস্থান

তার দেশের কৌশলগত স্বার্থের অভীষ্ঠ লক্ষ্য অর্জনে চীনা নেতা শি জিনপিং ইউরোপের বিভিন্ন রাজধানী থেকে অজানা প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় দ্বীপগুলোতে সফর করলেও কয়েকটি স্থান চীনা নেতার নাগালের বাইরে রয়ে গেছে বলে মনে হয়। তাই হয়তো এটা বিস্ময়কর বলে মনে হবে না যখন তিনি গত শরতে আরেকটি সুদূর অঞ্চল এ্যান্টর্কটিকায় একটি দূরপ্রান্তে। নিশানা রেখে আসার জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিনারায় অবস্থিত তাসমানিয়ার হোবার্ট শহরে এসে উপস্থিত হন। অস্ট্রেলিয়ার ওই বন্দর থেকে এ্যান্টার্কটিকার দূরত্ব ২ হাজার মাইল। সেখানে একটি বরফ-ভাঙ্গা জাহাজের ডেকে দাঁড়িয়ে শি অঙ্গীকার করেন যে, চীন মানুষের হাতে এখন পর্যন্ত আহরিত না হওয়া পৃথিবীর মুষ্টিমেয় কয়েকটি স্থানের অন্যতম এই অঞ্চলে সম্প্রসারণ অব্যাহত রাখব। ওই আইসব্রেকার এই শেষ যাত্রাবিরতির স্থান থেকে চীনা বিজ্ঞানীদের বরফ জমা মহাদেশটিতে নিয়ে যায়। চীনের প্রেসিডেন্ট অস্ট্রেলীয় সরকারের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করছেন না। চীনা জাহাজ এবং ভবিষ্যতে বিমানকে দক্ষিণে যাত্রার পূর্বে নতুন করে জ্বালানি ও খাদ্য সরবরাহের সুযোগ দেবে। এতে এমন একটি অঞ্চলে প্রবেশ সহজতর হবে যে অঞ্চল বিশাল তেল ও খনিজ সম্পদ, উচ্চ প্রোটিনসমৃদ্ধ সামুদ্রিক প্রাণীর বিপুল সম্ভার এবং ভবিষ্যতে সম্ভাব্য অতীব প্রয়োজনে বিশাল বরফস্তূপে থাকা মিঠা পানির মজুদে সমৃদ্ধ বলে ধারণা করা হয়। -নিউইয়র্ক টাইমস
×