ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগেই ক্যাসিয়াসের চোখ

প্রকাশিত: ০৬:১৩, ৪ মে ২০১৫

চ্যাম্পিয়ন্স লীগেই ক্যাসিয়াসের চোখ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের মৌসুমের লা লীগা থেকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। সেই সঙ্গে রিয়ালের সামনে প্রথম ক্লাব হিসেবে টানা দুই মৌসুমের ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের শিরোপা জেতার সুযোগকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। ক্যাসিয়াস বলেন, ‘রিয়াল মাদ্রিদের ভক্তরা ইউরোপিয়ান কাপের শিরোপা চায়। আমাকে যদি একটি বেছে নিতে বলা হয় তবে আমিও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাকেই বেছে নেব। টানা দুই মৌসুম এই শিরোপা এখন পর্যন্ত বিশ্বের কোন ক্লাবই জিততে পারেনি। এ কারণেই এটা একটি দারুণ চ্যালেঞ্জ।’ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও স্বীকার করেছেন বার্সিলোনাকে টপকে লা লীগার শিরোপা জেতার চেয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখাটা তুলনামূলকভাবে সহজ। বর্তমানে লা লীগায় শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে রিয়াল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের এবং বার্সিলোনা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। তবে ক্যাসিয়াসের মতে, এই চারটি দলেরই শিরোপা জেতার সমান সুযোগ রয়েছে। এদিকে পেশীর ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। এর মাধ্যমে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা কিছুটা হলেও কমলো। বারো দিনের ইনজুরি কাটিয়ে বেলের এই ফেরা সতীর্থদের মাঝেও স্বস্তি ফিরিয়ে এনেছে। গত ১৮ এপ্রিল মালাগার বিপক্ষে লা লীগার ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই ওয়েলসম্যান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেল এ সময়ের মধ্যে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ও দুটি লা লীগা ম্যাচে খেলতে পারেননি।
×