ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালের জন্য জেমস বন্ডের আহ্বান

প্রকাশিত: ০৫:৫০, ৪ মে ২০১৫

নেপালের জন্য জেমস বন্ডের আহ্বান

সংস্কৃতি ডেস্ক ॥ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেমস বন্ডরূপী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। রূপালি পর্দায় শত্রুকে শায়েস্তা করার সঙ্গে বিপদগ্রস্ত মানুষের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ক্রেগ। বাস্তবেও মানুষের বিপদে বসে থাকলেন না। ডিজাস্টার ইমারজেন্সি কমিটির (ডিইসি) পক্ষে ইউটিউবের একটি ভিডিওতে ৪৭ বছর বয়সী ক্রেগ বলেন, নেপালে অসংখ্য মানুষের সাহায্য প্রয়োজন। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং ত্রাণ দেয়া। অনুগ্রহপূর্বক কিছু করুন। প্রসঙ্গত, ক্রেগ এখন জেমস বন্ড সিরিজের ২৪তম প্রযোজনা ‘স্পেকটর’-এর কাজ করছেন। এটি মুক্তি পাবে চলতি বছরের নবেম্বরে।
×