ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কশীট বদলে তিন ছাত্রীর ফল পরিবর্তন, তদন্ত কমিটি

প্রকাশিত: ০৪:১০, ৩ মে ২০১৫

মার্কশীট বদলে তিন ছাত্রীর ফল পরিবর্তন, তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ মে ॥ পাবনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন-নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারী পরীক্ষায় তিন মেধাবী ছাত্রীর সেমিস্টারের মার্কশীট বদলে গ্রেডিং পরিবর্তনের অভিযোগে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবনা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক শামসুল হককে চেয়ারম্যান, পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুস হাসান, সিনিয়র কনসালটেন্ট ডাঃ হাসনাত জাহান, একই হাসপাতালের আরএমও ডাঃ আকসাদ আল মাসুদ ও নার্সিং সুপার সুফিয়া বেগমকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, পাবনা নার্সিং ইনস্টিটিউটের ২০১১-১২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন-নার্সিং সাইন্স এ্যান্ড মিডওয়াইফারী পরীক্ষায় ৩ মেধাবী ছাত্রী মোছাঃ দুলালী খাতুন, মোছাঃ ওয়াহিদা খাতুন ও মোছাঃ মিন খাতুনকে ব্যক্তিগত আক্রোশে ইনস্টিটিউটের নার্সিং ইন্সটাক্টর ইনচার্জ মোছাঃ মোমতাজ বেগম সেমিস্টারের মার্কশীট বদল করে তাদের গ্রেডিং বিপর্যয় ঘটান। ৩ ছাত্রীর কাছে সংসার খরচের জন্য মাসিক ৫ হাজার টাকা দাবিসহ বিভিন্ন কারণে মোমতাজ বেগম তাদের নানাভাবে নির্যাতন চালায়।
×