ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছায়ানটে রবীন্দ্র উৎসব

প্রকাশিত: ০৩:৪৪, ৩ মে ২০১৫

ছায়ানটে রবীন্দ্র উৎসব

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী রবীন্দ্রউৎসবের আয়োজন করেছে ছায়ানট। আগামী ৮ মে সন্ধ্যা ৬ টায় ছায়ানট সংস্কৃতি ভবনে উৎসব উদ্বোধন করবেন অধ্যাপক সোমেন বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রথম দিনের আয়োজনে তিনি দৃষ্টান্তসহ বক্তৃতা করবেন রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র-চিত্রকলা নিয়ে। এদিন থাকবে অতিথি ও ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি এবং পাঠের পাশাপাশি সুরের ধারার রবীন্দ্র-নাটকের গান। দ্বিতীয় দিন শনিবারের অনুষ্ঠানও শুরু হবে সন্ধ্যা ৬ টায়। এদিন পরিবেশিত হবে রবীন্দ্রনাথের গান থেকে কবিতা, কবিতা থেকে গান নিয়ে সন্জীদা খাতুনের গ্রন্থনা ‘রূপে রূপে অপরূপ’। থাকবে সুরতীর্থ’র মূল গান ও তা থেকে ভাঙা রবীন্দ্রসঙ্গীতের উপস্থাপন, নৃত্যদল জাগো আর্ট সেন্টার ও ভাবনার পরিবেশনা। পাশাপাশি থাকবে অতিথি এবং ছায়ানটের শিল্পীদের একক গান, আবৃত্তি ও পাঠ। বেঙ্গল সিনেমাথের প্রথম পর্বে ‘দ্য থিন রেড লাইন’ আজ স্টাফ রিপোর্টার ॥ বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘বেঙ্গল সিনেমাথেক’ শীর্ষক ত্রৈমাসিক চলচ্চিত্র প্রদর্শনীতে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের টেরেন্স ম্যালিক নির্মিত চলচ্চিত্র ‘দ্য থিন রেড লাইন’। দেশের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা, লেখক ও কলাকুশলীদের সমস্বয়ে একটি চলচ্চিত্রগোষ্ঠী সৃষ্টির লক্ষ্য নিয়ে ধারাবাহিক এ প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ম্যালিক নির্মিত ১৭১ মিনিট দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯৯৮ সালে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন, সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধরত ছিল কিছু মার্কিন সৈন্য। কিন্তু যুদ্ধ থেকেও প্রকৃতির মরমিবাদ এবং বিস্ময়ের অস্পষ্ট শৌর্যে বেশি আগ্রহী ছিল একজন সৈন্য। তার সহযোদ্ধাদের যখন মৃত্যু হয় রক্তক্ষয়ী বোমাবর্ষণের মাঝে তখন সৈনিকটি মৃত্যুকে আলিঙ্গন করে নেয় শান্ত নিশ্চল, দৃঢ়প্রতিজ্ঞ উল্লাসে।
×