ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সিলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে রিয়াল

প্রকাশিত: ০৬:২৮, ১ মে ২০১৫

বার্সিলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইটা দুই প্রধানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন এটা নিশ্চিত শিরোপা যাবে বার্সিলোনা নয়ত রিয়াল মাদ্রিদের ঘরে। বুধবার রাতে আলমেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান আবার আগের দুইয়ে কমিয়ে এনেছে কার্লো আনচেলত্তির দল। ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসি-নেইমাররা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ডো-রড্রিগুয়েজরা। এখন লীগে দু’দলের বাকি চার করে ম্যাচ। এই ম্যাচগুলোর ফলাফলের উপরই নির্ভর করছে শেষ হাসি হাসবে কোন দল। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল বল দখলে রাখলেও তেমন ভাল সুযোগ সৃষ্টি করতে পারছিল না। অবশেষে ৪৪ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জেমস রড্রিগুয়েজ। টনি ক্রুসের বাড়ানো বল আলমেরিয়ার এক ডিফেন্ডার হেড করে ফিরিয়ে দিলেও আয়ত্তের ভেতরে তা পেয়ে যান কলম্বিয়ান তারকা। ২৫ গজ দূর থেকে আচমকা দ্রুতগতির ভলিতে বল জালে জড়ান রড্রিগুয়েজ। বিরতির পর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডি বক্সের ডানদিক থেকে রোনাল্ডোকে লক্ষ্য করে বাড়ানো ক্রুসের আড়াআড়ি পাস ঠেকাতে গিয়ে নিজের জালেই জড়ান আলমেরিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার মাউরো ডস সান্টোস। ম্যাচের ৮৪ মিনিটে রিয়ালের হয়ে তিন নম্বর গোল করেন আলভারো আরবেলোয়া। এই স্প্যানিশ ডিফেন্ডারের গোলটিতে অবদান রাখেন জ্যাভিয়েন হার্নান্দেজ। বাঁ দিক থেকে ডি বক্সের সামনে দারুণ ক্রস দিয়েছিলেন মেক্সিকোর এই স্ট্রাইকার। ২০০৮ সালের পর এই প্রথম লীগে গোল পেয়েছেন আরবেলোয়া। আলমেরিয়াকে হারিয়ে রিয়াল মাদ্রিদ শিরোপা লড়াইয়ে থাকলেও হতাশা যেন চেপে বসেছে দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পরশু রাতে মাঠ ছাড়ার সময় একরাশ হতাশা জমে ছিল সি আর সেভেনের চোখে মুখে। হতাশা আর বিরক্তির প্রকাশ এতটাই ছিল যে তা বুঝতে একটুও কষ্ট হয়নি কারও। কিন্তু রোনাল্ডোর এমন আচরণের কারণ কী? রিয়াল তিন গোল পেলেও আলমেরিয়ার বিরুদ্ধে জাল খুঁজে পাননি। কিন্তু গোলবিহীন ম্যাচ তো রোনাল্ডোর ক্যারিয়ারেও নতুন নয়। রিয়ালের এর আগের দুটো ম্যাচে সেল্টা ডি ভিগো ও এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধেও কোন গোলের দেখা পাননি বর্তমান ফিফা সেরা ফুটবলার। কিন্তু প্রতিটিতেই জিতেছে তার দল রিয়াল। দলের জয়ে নিজের কোন অবদান না রাখতে পারার কারণেই হয়ত রোনাল্ডোর এমন হতাশা। অবশ্য আসল কারণ অন্য কিছু বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। চলতি মৌসুমে রোনাল্ডোর মোট গোল ৪৮ ম্যাচ খেলে ৫০। আর গত ম্যাচে দুই গোল করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন লিওনেল মেসি। ৪৯ ম্যাচে মেসির গোল সংখ্যা ৪৯।
×