ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ গু

প্রকাশিত: ০৫:৩৫, ১ মে ২০১৫

চট্টগ্রামে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ গু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৩ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ থানা সূত্রে জানা যায়, সিটি নির্বাচনে বায়েজিদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদ আহমেদ ও মাহবুবুল আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ দুই প্রার্থীই নির্বাচনে পরাজিত। ভোটের দিন দুই পক্ষের মুখোমুখি অবস্থানের জের ধরে এ সংঘর্ষ হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদলের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়েছিল গত বুধবার রাতে। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মেহেদী হাসান বাদল ও পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা মহিউদ্দিনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুল আলমের বাসায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব আলমের সমর্থকরাও ছুটে আসে। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ এবং গোলাগুলিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন। এ সময় পুলিশকে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছুড়তে হয়। গুরুতর আহত ৩ পুলিশ সদস্য হলেন এসআই সায়েম, এএসআই সঞ্জিত ও কনস্টেবল মানিক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি বাবুল বণিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×