ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজার নিয়ে জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ০৪:৩২, ৩০ এপ্রিল ২০১৫

পুঁজিবাজার নিয়ে জরুরী বৈঠক আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারগুলোর বর্তমান অবস্থার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে জরুরী বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিএসইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতিসহ অস্থিতিশীল অবস্থা থেকে উত্তরণের ব্যাপারে আলোচনা হবে বৈঠকটিতে। সূত্র আরও জানায়, শেয়ারবাজারের বর্তমান অস্থিতিশীল অবস্থায় আগামী বাজেট ঘোষণা নিয়ে অস্বস্তি বোধ করছে সরকার। আগামী জুনে বাজেট ঘোষণার আগেই শেয়ারবাজারকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায় সরকার। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তাগাদা দেয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে। ফ্যামিলি টেক্স পর্ষদের সভা স্থগিত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানিটি সভা স্থগিত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি বুধবার বিকেল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল। কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী নোটিসের মাধ্যমে কোম্পানির পর্ষদ সভার তারিখ জানানো হবে। বৈঠকে ফ্যামিলি টেক্সের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে ফ্যামিলি টেক্স শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৭ টাকা ২৬ পয়সা। উল্লেখ্য, ফ্যামিলিটেক্স ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×