ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ক্ষোভ

প্রকাশিত: ০৪:৩০, ৩০ এপ্রিল ২০১৫

ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ক্ষোভ

ইন্দোনেশিয়ার বেসি কারাগারে মাদক পাচারের দায়ে দু’অস্ট্রেলীয়ের মৃত্যুদণ্ড কার্যকরের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের নিজেদের রাষ্ট্রদূতকে জাকার্তা থেকে প্রত্যাহার করেছে। ইন্দোনেশিয়ায় মাদক চোরাচালানের দায়ে মঙ্গলবার রাতে ফায়ারিং স্কোয়াডে আটজনের মৃত্যুদ- কার্যকর করা হয়। তাদের মধ্যে ওই দুই অস্ট্রেলীয় এ্যান্ড্রু চান ও মিউরান সুকুমারান ছিল। খবর বিবিসির। অস্ট্রেলিয়ার দুই নাগরিকের মৃত্যু কার্যকর করার প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী টনি এ্যাবোট এক সংবাদ সম্মেলনে বলেন, এই মৃত্যু ছিল ‘নৃশংস ও অপ্রয়োজনীয়’। জাকার্তায় নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত পল গিবসন চলতি সপ্তাহের শেষে স্বদেশে ফিরে আসবেন। ব্রাজিলের এক নাগরিকের মৃত্যুদ- কার্যকর করার পর ব্রাজিল সরকার একটি বিবৃতিতে বলেছে, ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটা হবে একটা ‘মারাত্মক ঘটনা’। ইন্দোনেশিয়ার বিদেশীদের মৃত্যুদণ্ড দেয়ায় এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তবে একই দণ্ড পাওয়া ৯ নম্বর আসামি, যিনি ফিলিপিন্সের এক নারী, তার মৃত্যুদ-টি শেষ মুহূর্তে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্টের অনুরোধে মেরি জেন ভেলোসো নামের সেই নারীর দ- স্থগিত করা হয়। মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার বিষয়টিকে মেরি জেইনের মা একটি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।
×