ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৮, ২৯ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয়: বাংলা ভাষা ও সাহিত্য ১.‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) নির+অবধি খ) নিরঃ+বধি গ) নিঃ +অবধি ঘ) নিঃ +বধি ২. কোন বানানটি অলুস্ক? ক)আষাঢ় খ) দারিদ্র্য গ) শ্বশান ঘ) বিশেষণ ৩.‘মৃগেন্দ্র’-এর প্রতিশব্দ- ক) মৃগ খ) মৃগী গ) সিংহ ঘ) মৃগয়া ৪. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? ক) পদ খ) শব্দ গ) ধাতু ঘ) প্রকৃতি ৫. ঝিরঝির করে বাতাস বইছে –এই বাক্যে ‘ঝির ঝির’ দ্বিরুক্ত কি অর্থ প্রকাশক? ক) আগ্রহ অর্থে খ) ধ্বনি ব্যঞ্জনা গ) ভাবের গভীরতা ঘ) ক্রিয়া বিশেষণ ৬.কোন শব্দটি সক্রিয় হওয়া অর্থজ্ঞাপক? ক) ট্রেন ধরা খ) মনে ধরা গ) গোঁ ধরা ঘ) ঔষধ ধরা ৭. ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ক) কথ্য রীতি খ) আঞ্চলিক রীতি গ) সাধু রীতি ঘ) চলিত রীতি ৮. ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে? ক) আহসান হাবীব খ) আনিস চৌধুরী গ) সুনীল গঙ্গোপাধ্যায় ঘ) শহীদুল্লা কায়সার ৯. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ক) তেমাথা খ) চা-বিস্কুট গ) মনগড়া ঘ) মহাত্মা ১০. মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে কাকে আখ্যায়িত করা হয়? ক) হরিদত্ত খ) বিজয়গুপ্ত গ) বিপ্রদাস পিপিলাই ঘ) দ্বিজবংশী দাস ১১. শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? ক) হিন্দু ধর্ম খ) বৌদ্ধ ধর্ম গ) বৈষ্ণব ধর্ম ঘ) জৈন ধর্ম ১২. বাংলা ভাষায় সর্বপ্রথম যতি চিহ্নের প্রবর্তন করেন কে? ক) প্রমথ চৌধুরী খ) প্যারীচাঁদ মিত্র গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) রামমোহন রায় ১৩. বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক) দিকদর্শন খ) বঙ্গদর্শন গ) বেঙ্গল গেজেট ঘ) বসুমতি ১৪.কোনটি রবীন্দ্রনাথের লেখা নয়? ক) নৈবেদ্য খ) শেষ লেখা গ) ধাত্রী দেবতা ঘ) শ্যামলী ১৫. ‘ধনবান’ শব্দের বিপরীত শব্দ: ক) ধনহীন খ) ধনাঢ্য গ) ধনবান্য ঘ) কোনটিই নয় ১৬.‘ভিজা বিড়াল’ বাগধারাটির অর্থ ক) কপট খ) কৃপণ গ) কুৎসিত ঘ) কণ্টক ১৭. সমধাতুজ কর্মের প্রতিশব্দ কি? গ) গৌণ কর্ম খ) মুখ্য কর্ম গ) মিশ্র কর্ম ঘ) ধাতুর্থক কর্ম ১৮.কোন, কেউ, কিছু- এগুলো কোন ধরনের সর্বনাম? ক) সাকুল্যবাচক খ) অনির্দিষ্টতাজ্ঞাপক গ) প্রশ্নবাচক ঘ) আত্মবাচক ১৯.ভয়ে তার গা ছম ছম করছেÑএখানে ‘ছম ছম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) ভাবের গভীরতা খ) অনুভূতি গ) তীব্রতা ঘ) স্বল্পকাল স্থায়ী ২০.‘আহব’ শব্দের অর্থ কি? ক) যুদ্ধ খ) আগমন গ) অস্ত্রশস্ত্র ঘ) আহ্বান ২১. ভাষার মৌলিক রীতি একটি? ক) কথা বলার রীতি খ) লেখার রীতি গ) বক্তৃতার রীতি ঘ) ক+খ ২২.‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক? ক) মিলিত স্বরধ্বনি খ) ওষ্ঠ স্বরধ্বনি গ) যৌগিক স্বরধ্বনি ঘ) মৌলিক স্বরধ্বনি ২৩.বাঙালি মসুলমান সম্পাদিত প্রথম সচিত্র পত্রিকা কোনটি? ক) সওগাত খ) মাসিক মোহাম্মদী গ) নবযুগ ঘ) মাহে নওরোজ ২৪.‘জোহরা’ উপন্যাসের রচয়িতা হলেন- ক) প্যারীচাঁদ মিত্র খ)মীর মশাররফ হোসেন গ) কাজী ইমদাদুল হক ঘ) মোজাম্মেল হক উত্তর: ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.ঘ ২২.গ ২৩.ক ২৪.খ
×