ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৭, ২৯ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায় : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছ? পাঠচর্চার সুবিধার্থে তোমাদের জন্য বহুনির্বাচনী কিছু প্রশ্নোত্তর দেওয়া হল। নিজে প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবে এবং সম্ভাব্য উত্তর মিলিয়ে নেবে। আশা করি উপকৃত হবে। (পূর্ব প্রকাশের পর) ১৩. বহুপতœী পরিবার প্রথা প্রচলিত রয়েছে- র) এস্কিমো উপজাতি সমাজে রর) আফ্রিকার নিগ্রোদের সমাজে ররর) কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে ১৪. পিতৃসূত্রীয় পরিবারে সন্তান-সন্ততি কার বংশ মর্যাদার অধিকারী হয়ে থাকে? ক) মাতার খ) পিতার গ) দাদীর ঘ) দাদার ১৫. বড়দের সেবা ও ছোটদের আদর-যতেœর দ্বারা পরিবার যোগান দেয়Ñ র) উৎসাহ রর) উদ্দীপনা ররর) কর্মশক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. উন্নত সাংস্কৃতিক পরিবেশে মানুষেরÑ র) মানবিক গুণাবলী বিকশিত হয় রর) আচার আচরণ উন্নত হয় ররর) মনের প্রসারতা বাড়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. অন্তরঙ্গ বন্ধু দলের মাধ্যমে শিশু লাভ করেÑ র) নীতিজ্ঞান রর) মানসিক দ্বন্দ্ব নিরসনের কৌশল ররর) ভালোবাসা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. বাংলাদেশ টেলিভিশনের সিসিমপুর ও মীনা কার্টুন হলোÑ র) বিনোদনমূলক অনুষ্ঠান রর) শিক্ষামূলক অনুষ্ঠান ররর) সচেতনতামূলক অনুষ্ঠান নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : মি. রহমান ও মিসেস নীলা দম্পতি তাদের শিশু সন্তানদের ভালোভাবে শিক্ষিত ও মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তারা বিশ্বাস করেন সন্তানের ব্যক্তিত্ব ও সুশিক্ষার জন্য দু’জনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। ১৯. অনুচ্ছেদে শিশুর সামাজিকীকরণে কোন বাহটির কথা বলা হয়েছে? ক) মাতা-পিতা খ) পরিবার গ) সমাজ জীবন ঘ) স্কুল ২০. অনুচ্ছেদে পিতা-মাতার মানসিকতাÑ র) শিশুর বিকাশে সহায়তা করবে রর) কিশোর অপরাধ লোপ পেতে সহায়তা করবে ররর) শিক্ষার উন্নয়ন ঘটাবে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.ঘ
×