ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে ভূমিকম্পের জন্য রাহুলকে দায়ী করলেন বিজেপি এমপি

প্রকাশিত: ০৪:৫৭, ২৯ এপ্রিল ২০১৫

নেপালে ভূমিকম্পের জন্য রাহুলকে দায়ী করলেন বিজেপি এমপি

ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে ভূমিকম্পের জন্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে দায়ী করলেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। বিতর্কিত এই বিজেপি এমপির দাবি, ‘গরুর গোশত খেয়ে নিজেকে শুদ্ধ না করেই পবিত্র কেদারনাথে যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। তারই ফলশ্রুতি হিসেবে নেপালে ভূমিকম্প হয়েছে!’ ভূমিকম্পের মতো ভয়াবহ ঘটনায় এ ধরনের উদ্ভট মন্তব্য করায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মতো মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা দেব সোমবার জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের কতিপয় সাথী অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণভাবে এবং সংকীর্ণ মনোভাব নিয়ে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়কে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রং দেয়ার চেষ্টা চালাচ্ছেন।’ খবর ওয়েবসাইটের তিনি মিডিয়ায় প্রকাশিত খবরের কথা মনে করিয়ে দিয়ে জানান, ‘নারীদের ১০ সন্তানের জন্ম দেয়ার আহ্বান জানিয়ে বিখ্যাত হওয়া বিজেপি নেতা এবং এমপি সাক্ষী মহারাজ এবার নেপালে ভূমিকম্পের জন্য রাহুল গান্ধীর ভগবান কেদারনাথ দর্শনকে দায়ী করেছেন।’ কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব জানান, ‘এ রকম মন্তব্য করে তিনি শুধু কেদারনাথের ওপর বিশ্বাস রাখা মানুষদেরই অপমান করেননি বরং ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিপর্যস্তদের প্রতিও উপহাস করেছেন।’ তিনি বলেন, ‘আমরা দাবি করছি, প্রধানমন্ত্রী এবং বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সাক্ষী মহারাজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’
×