ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৮:২৩, ২৮ এপ্রিল ২০১৫

রাষ্ট্রপতির সঙ্গে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন প্রতিনিধি দলের সাক্ষাত

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রতিনিধি দল পে-কমিশনের রিপোর্ট পেশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসর। মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের প্রতিনিধি দলের সাক্ষাত ॥ এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ হাওর এলাকার উন্নয়নে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির পতœী রাশেদা খানম উপস্থিত ছিলেন। স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক এবং কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল হক বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং মিঠামইনে একমাত্র মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজটিকে জাতীয়করণে রাষ্ট্রপতির সহায়তা চান। রাষ্ট্রপতি ধৈর্যসহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং বলেন, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম এলাকার উন্নয়নে বর্তমানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
×