ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসমে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে ॥ অমিত শাহ

প্রকাশিত: ০৪:০০, ২৮ এপ্রিল ২০১৫

অসমে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে ॥ অমিত শাহ

বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে বলে জানালেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। রবিবার অসমের গুয়াহাটিতে এক সমাবেশে অমিত শাহ জানান, ‘ধর্মীয় অশান্তির কারণে কিছু হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছে। আগামী বছর যদি অসমে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে নাগরিকত্ব দেয়া হবে।’ অমিত শাহ আরও বলেন, শুধু অসমেই নয়, বরং দেশে থাকা সমস্ত প্রবাসী বাংলাদেশী হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য কাজ করবে বিজেপি। অসমে দু’দিনের সফরে এসে অমিত শাহ বলেন, ‘আগামী বছরের বিধানসভা নির্বাচন এই ইস্যু নিয়ে লড়া হবে। রাজ্য থেকে অবৈধ বাংলাদেশীদের মুক্ত করার লক্ষ্যে অসম নির্বাচনে লড়াই করা হবে।’ তিনি বলেন, ‘অসম অবৈধ বাংলাদেশী অভিবাসীদের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার তাদের ফেরানোর জন্য কোন পদক্ষেপই গ্রহণ করেনি।’ অমিত শাহ বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জি হালনাগাদ করার জন্য ফান্ড দেয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এটা বাস্তবায়িত করতে চায় না। -ওয়েবসাইট সিসির প্রতি সমর্থন জানালেন মোবারক মিশরের সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট হোসনি মোবারক সে দেশের বর্তমান প্রেসিডেন্ট আল-সিসির প্রতি সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন পর মিসরের আল বালাদ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি এ সমর্থনের কথা জানান। প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগকারী প্রেসিডেন্ট হোসনি মোবারক তার ওই সাক্ষাতকারে দেশের ভবিষ্যতের ব্যাপারে নীতি নির্ধারণী ভূমিকা পালনের জন্য প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণেরও উচিত সিসির প্রতি সমর্থন জানানো। মিসরের বর্তমান প্রেসিডেন্ট আল-সিসি ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করলেও পরে তিনি অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। -ওয়েবসাইট
×