ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

প্রচণ্ড ভূমিকম্প হলে দিল্লীর ৮০ ভাগ ভবন ধসে যাবে

প্রকাশিত: ০৪:০০, ২৮ এপ্রিল ২০১৫

প্রচণ্ড ভূমিকম্প হলে দিল্লীর ৮০ ভাগ ভবন ধসে যাবে

প্রচণ্ড ভূমিকম্প হলে দিল্লীর শতকরা ৮০ ভাগ ভবন ধসে যাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা রাজধানী। দিল্লী ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। সেখানে ভূমিকম্পের উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে। তা মোকাবেলায় শহরটির দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেই। ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট অধ্যাপক মহেশ ট্যান্ডনের ভাষ্য, শহরটির ভবনগুলোর অবস্থা নাজুক। বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে শহরের ৮০ শতাংশ ভবন টিকবে না, ধসে পড়বে। তিনি বলেন, দুর্যোগ সম্পর্কে মানুষের স্মৃতি বড় ক্ষণস্থায়ী বিশেষ করে কেউ সরাসরি এতে সম্পৃক্ত না থাকলে এ ব্যাপারে কিছু মনে থাকে না। দিল্লীর ভূমিকম্প-ঝুঁকির ব্যাপারে শহরের বাসিন্দা ও কর্তৃপক্ষের ব্যাপক উদাসীনতা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, বিদ্যমান ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করার ব্যাপারে কার্যত কোন উদ্যোগ নেই। তিনি বলেন, দিল্লীর নান্দনিক সৌন্দর্যের প্রতিই এতদিন গুরুত্ব দেয়া হয়েছে, কাঠামোগত নিরাপত্তার কথা ভাবা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, মহেশ ট্যান্ডন বলেন, আমরা ভবনটি কেমন দেখায় তার ওপর গুরুতদেই, ভবনটি কেমন নিরাপত্তা সে ব্যাপারে মাথা ঘামাই না। শহরটিতে ভবন নির্মাণে অনেক ক্ষেত্রে যথাযথ মানরক্ষা হয়নি। অনেক ভবন অবৈধভাবে তৈরি করা হয়েছে। ভবনের নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি গুরুত্ব পায়নি। দিল্লীর ৮০ শতাংশ ভবন ভূমিকম্প সহনশীল নয়। বড় ধরনের ভূমিকম্পে এসব ভবন ধসে পড়বে। নেপালে গত শনিবার ৭ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডু লন্ডভন্ড হয়ে গেছে। ধসে পড়েছে অনেক ভবন। দেশটিতে ভূমিকম্পে প্রাণহানি তিন হাজার ছাড়িয়েছে। আহত সাড়ে ছয় হাজার মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে। -টাইমস ও ইন্ডিয়া
×