ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাঁচ দিন পর সূচকের উত্থান

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ এপ্রিল ২০১৫

পাঁচ দিন পর সূচকের উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পাঁচ দিন বড় দরপতনের পর সোমবার উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। গত কিছুদিন ধরে অব্যাহতভাবে তালিকাভুক্ত ব্যাংকগুলোর দর কমতে থাকার কারণে সোমবার খাতটির প্রতি বিনিয়োগকারীদের আলাদা ঝোঁক ছিল, যার কারণে খাতটির দর ও লেনদেন বেড়েছে। এছাড়া বেশকিছু শক্ত মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির দরও দিনটিতে বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইতে ৩২৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ১১ লাখ টাকা বা ৫ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ারের দর। সকালে সূচকের ৩ পয়েন্ট বৃদ্ধি দিয়ে ডিএসইর লেনদেন শুরু হয়। দিনভর সূচকের ওঠানামার পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৬৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মবিল যমুনা বাংলাদেশ, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন এবং ব্র্যাক ব্যাংক। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, এমইমস প্রথম মিউচুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, অলিম্পিক, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ড, আইসিবি দ্বিতীয় এনআরবি ও এবি ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- সামাতা লেদার, নিটল ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, জাহিন স্পিনিং, লিব্রা ইনফিউশন, রহিমা ফুড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শমরিতা ও মাইডাস ফাইন্যান্স। এদিকে দিনটিতে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেখানেও আগের দিনের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সেখানে মোট ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×