ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৪, ২৭ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

পূর্ব প্রকাশের পর বহুনির্বাচনী প্রশ্ন : ১. দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ক) মহাত্মা গান্ধী খ) মোহাম্মদ আলী জিন্নাহ গ) জওহর লাল নেহেরু ঘ) আল্লামা ইকবাল ২. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা দেয়ার সময় খাজা নাজিমুদ্দীন খান কোন দায়িত্ব প্রাপ্ত ছিলেন? ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী গ) পাকিস্তানের স্পিকার ঘ)প্রাদেশিক আইনসভার স্পিকার ৩.পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন্ আন্দোনের মাধ্যমে এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে? ক) রাষ্ট্রভাষা আন্দোলন খ) অসহযোগ আন্দোলন গ) আওয়ামী লীগের আন্দোলন ঘ) স্বৈরাচার বিরোধী আন্দোলন ৪.কত সালে উর্দুকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়েছিল? ক) ১৯৩২ সালে খ) ১৯৩৭ সালে গ) ১৯৪২ সালে ঘ) ১৯৪৬ সালে ৫. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন কোন ভাষা বিজ্ঞানী? ক) ড. আনিসুজ্জামান খ) পবিত্র সরকার গ) হর প্রসাদ শাস্ত্রী ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ৬. গণ আজাদী লীগ কার নেতৃত্বে গঠিত হয়েছিল? ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে ৭.তমুদ্দুন মজলিশে প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নাম কি? ক) মাতৃভাষায় শিক্ষাদান খ) বাংলার ভাষা বাংলা গ) পাকিস্তানের ভাষার যৌক্তিক দাবী খ) পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ৮. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত প্রথম গৃহীত হয়েছিল। ক) ১৯৪৭ সালের ডিসেম্বরে খ) ১৯৪৭ সালের নভেম্বরে গ) ১৯৪৭ সালের অক্টোবরে ঘ) ১৯৪৭ সালের সেপ্টেম্বরে ৯.পাকিস্তানের গণপরিষদে কোন সদস্য উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান? ক) শামসুল হক খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ) ধীরেন্দ্রনাথ দত্ত ঘ) সুরঞ্জিত সেন গুপ্ত ১০. ১৯৫২ সালের ২৬ জানুয়ারি – নাজিমুদ্দিন খান কোন দায়িত্বপ্রাপ্ত ছিলেন? ক) পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খ) পাকিস্তানের প্রধানমন্ত্রী গ) পাকিস্তানের স্পিকার ঘ) প্রাদেশিক আইন সভার স্পিকার ১১. ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের কত তারিখে ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়? ক) ৪ ফেব্রুয়ারি খ) ৬ ফেব্রুয়ারি গ) ১২ ফেব্রুয়ারি ঘ) ১৫ ফেব্রুয়ারি ১২. ১৯৫২ সালের ফেব্রুয়ারির উল্লেখযোগ্য ঘটনা হলো- র) ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল রর) মিছিলে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ ররর) মিছিলে পুলিশের গুলিবর্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ওররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×