ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা

মেসি-নেইমার নৈপুণ্যে বার্সিলোনার জয়

প্রকাশিত: ০৬:২৫, ২৭ এপ্রিল ২০১৫

মেসি-নেইমার নৈপুণ্যে বার্সিলোনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফের একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও নেইমার। বার্সিলোনার জয়টিও তাই হলো আয়েশী। শনিবার এই দুই সুপারস্টারের গোলে স্প্যানিশ লা লিগায় কাতালানরা ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক এস্পানিওলকে। ম্যাচে দু’দলেরই একজন করে লালকার্ড দেখেন। ম্যাচ শেষে এই জয় প্রয়াত কোচ টিটো ভিলানোভাকে উৎসর্গ করেন মেসি। আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারায় এলচেকে। সহজ জয়ে ৩৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে বার্সিলোনা। রবিবারের ম্যাচের আগে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। আর ৭২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এ্যাটলেটিকো। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে অতিথি বার্সিলোনা। ১৭ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। গোলটিতে দারুণ অবদান ছিল মেসির। মাঝমাঠের কাছাকাছি থেকে তার বাড়ানো লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান অধিনায়ক। চলমান লীগে নেইমারের এটা ১৯তম গোল। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি নিজেই। ডান দিক থেকে সুয়ারেজের আড়াআড়ি পাস নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে গোলটি করেন টানা চারবারের বর্ষসেরা তারকা। এবারের লীগে মেসির এটা ৩৬তম গোল। ৩৯ গোল করে এই তালিকার শীর্ষে আছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিরতির পর ৫৪ মিনিটে বড়সড় ধাক্কা খায় বার্সা। দুই নম্বর হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জর্ডি এ্যালবা। প্রথমে হতাশ হয়ে বল বাইরে মেরে হলুদ কার্ড দেখেন তিনি। এরপর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লালকার্ড দেখেন এ্যালবা। একজন কম নিয়ে খেললেও অতিথিদের আক্রমণের ধার কমেনি। ৫৭ মিনিটে মেসির শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বড় হতে পারত। ৭৭ মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন মেসি। নেইমারের বাড়ানো বল ফাঁকা জায়গায় পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। পরে এস্পানিওলের মোরেনেও লালকার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। শনিবার (২৫ এপ্রিল) ছিল বার্সিলোনার প্রয়াত কোচ টিটো ভিলানোভার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ৪৫ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ওইদিনই ডার্বি ম্যাচে এস্পানিওলকে হারায় কাতালানরা। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ জয়কে ভিলানোভার প্রতি উৎসর্গ করেন মেসি। ফেসবুকে আর্জেন্টাইন অধিনায়ক মেসি লেখেন, ‘টিটো, তুমি সবসময় আমাদের স্মৃতিতে ও হৃদয়ে থাকবে। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো সহজেই হারায় এলচেকে। চ্যাম্পিয়নদের হয়ে এ্যান্টোনিও গ্রিয়েজম্যান দুটি ও রাউল গার্সিয়া করেন এক গোল। ম্যাচের প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি দিয়াগো সিমিওনের দল। বিরতির পর ৫৫ মিনিটে গ্রিয়েজম্যানের গোলে এগিয়ে যায় এ্যাটলেটিকো। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল গার্সিয়া। ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোল করেন গ্রিয়েজম্যান। নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত-আহতদের সমবেদনা জানিয়েছেন রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
×