ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব হকির ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:২৩, ২৭ এপ্রিল ২০১৫

জাতীয় যুব হকির  ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় যুব হকি দুটি সেমিফাইনাল রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দুপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বিকেএসপি ৭-০ গোলে রাজশাহী জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিকেএসপির পক্ষে আরশাদ হোসেন ২, মাহবুব হোসেন ৩, ফজলে হোসেন রাব্বি ১ ও রাজু আহমেদ ১টি করে গোল করেন। বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা ৬-১ গোলে দিনাজপুর জেলাকে পরাজিত করে। ঢাকা জেলার পক্ষে দ্বিন ইসলাম ইমন ২, রেজাউল করিম বাবু ১, ফায়সাল হোসেন ১ ও মীর মাহবুব আলী ২টি গোল করেন। দিনাজপুরের পক্ষে মেহেরুজ্জামান এক গোল পরিশোধ করেন। অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার ফাইনাল আজ সোমবার বেলা ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আউয়াল খান ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতজা খান। বিকেএসপি বনাম ঢাকা জেলার মধ্যে অনুষ্ঠিত খেলা এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে বেলা ১১ ঘটিকায়। অংশগ্রহণ করবে রাজশাহী জেলা বনাম দিনাজপুর জেলা।
×