ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৯০ বছর পূর্তিতে মিলনমেলা

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ এপ্রিল ২০১৫

৯০ বছর পূর্তিতে মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ এপ্রিল ॥ শনিবার মাগুরা জেলা সদরে অবস্থিত এজি একাডেমি হাইস্কুলের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণে প্রাণে মিলব আবার প্রাণের পাঠশালায় এই স্লোগানকে সামনে রেখে সকাল ৯টায় শহরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্মৃতিচারণ ও আড্ডা, নোমনী ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দুর্নীতি প্রতিরোধে বিতর্ক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর মিলনায়তনে শনিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিক ইমাম। দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দাস হোসেন চৌধুরী, সমর কুমার ঝাঁ, শফিকুল ইসলাম, মাকফুর হোসেন, সামসুল আলম পারভেজ, আবুল কালাম আজাদ প্রমুখ। মেহেরপুর সরকারী কলেজে বোমা বিস্ফোরণ নিজস্ব সংবাদাদাতা, মেহেরপুর, ২৫ এপ্রিল ॥ মেহেরপুর সরকারী কলেজের প্রশাসনিক ভবনের টয়লেটে বোমা বিস্ফোরেণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লিফলেট ও বিস্ফোরিত বোমার আলামত জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, অফিসের বসে কাজ করার সময় বিকট শব্দ হয়। বাইরে এসে দেখি ছেলেমেয়েরা ছোটাছুটি করছে। পরে বোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত হয়। ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব দিবস উপলক্ষে উৎসব শুরু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ এপ্রিল ॥ রবিবার থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম শ্রীঅঙ্গনে জগদ্বন্ধু সুন্দরের ১৪৫তম আবির্ভাব উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে মহানাম সম্প্রদায়ের উদ্যোগে নয় দিন ব্যাপী এ উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীঅঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার লিখিত বিবরণ পাঠ করেন, মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধুসেবক ব্রহ্মচারী।
×