ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা সিটি নির্বাচনে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ২২:৪৬, ২৬ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি নির্বাচনে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে আজ রাত বারোটা থেকে আগামী ২৯ এপ্রিল বুধবার পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিরাপত্তার অংশ হিসেবে এমন নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এছাড়া নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন সময় ও নির্বাচন পরবর্তী তিনটি ধাপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী। থাকছে ভ্রাম্যমান আদালত। যেকোন ধরণের অরাজক পরিস্থিতি এড়াতে সব ধরণের প্রস্তুুতি রয়েছে। আজ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া দুপুর সাড়ে বারোটায় নিজস্ব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ২৭ এপ্রিল রাত বারোটা থেকে ২৮ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত জরুরী সেবাদানকারী যানবাহন ব্যতিত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সিটি নির্বাচনে সত্তর প্লাটুন বিজিবি মোতায়েন থাকছে। গুরুত্বপূর্ন কেন্দ্রগুলোতে পুলিশ সদস্যসহ আগ্নেয়াস্ত্র নিয়ে ১২ জন এবং লাঠি নিয়ে ১২ জন আর সাধারণ কেন্দ্রে পুলিশসহ ১০ জন আগ্নেয়াস্ত্র নিয়ে আর ১২ জন আনসার লাঠি নিয়ে দায়িত্বে থাকবে। নির্বাচনে মোট কেন্দ্র এক হাজার ৯৮২ টি। এর মধ্যে গুরুত্বপূর্ন এক হাজার ৪২৯ টি। সংবাদ সম্মেলনে ডিএমপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×