ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাগের মাথায়

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ এপ্রিল ২০১৫

রাগের মাথায়

যুক্তরাষ্ট্রের কলোরাডোবাসী যুবক লুকাস হিঞ্চ। তিনি কম্পিউটারের ওপর চরম বিরক্ত হয়ে চালিয়ে দিয়েছেন গুলি। গুনে গুনে আটবার গুলি করেন ব্যবহারের কম্পিউটারটিকে। আর এতেই পুলিশী ঝামেলায় ফেঁসেছেন লুকাস হিঞ্চ । পুলিশ জানায়, গত কয়েকমাস ধরে হিঞ্চকে তাঁর কম্পিউটারটি বেশ ভোগাচ্ছিল। হিঞ্চ রি-বুট করার প্রথাগত পদ্ধতিতে ক্রমাগত কন্ট্রোল+অল্টার+ডিলিট চাপছিলেন, তখন এটি কমান্ড নিচ্ছিল না। এরপরই রাগের মাত্রা অতিক্রম করে যায় তাঁর। মাথা ঠিক না রাখতে পেরে কম্পিউটারটি বাইরে নিয়ে গুলি করে ধ্বংসের চেষ্টা করেন। পুলিশ বলেছে, এই কাণ্ড ঘটিয়ে হিঞ্চ শহরে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিধিনিষেধ ভেঙ্গেছেন। রাগের মাথায় তিনি আইন ভাঙ্গার বিষয়টি খেয়ালই করেননি। উন্মুক্ত আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে তাঁকে কারাদণ্ড দেয়া হতে পারে। খুব সত্বরই লুকাস হিঞ্চের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে আদালত তাঁর রায় জানাবেন বলে জানা গেছে। সূত্র : ইন্টারনেট
×