ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এআইইউবিতে রিথিঙ্কিং মার্কেটিং বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ এপ্রিল ২০১৫

এআইইউবিতে রিথিঙ্কিং মার্কেটিং  বিষয়ক সেমিনার

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সৌজন্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘রিথিঙ্কিং মার্কেটিং’ বিষয়ের ওপর অনুষ্ঠেয় সেমিনারে বিশ্বের খাতনামা বক্তা অধ্যাপক ড. ড্যান ফরমোসা, কান্স লায়ন্সের জুরি প্রেসিডেন্ট, বিভিন্ন ব্র্যান্ডের পুনঃ উদ্ভাবন বিষয়ক পরামর্শক এবং অধ্যাপক হু জেন হোয়ান, নানিয়াং টেকনোপ্রেনিওরশিপ সেন্টারের পরিচালক এবং নানিয়াং বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক সম্মানিত বক্তা হিসেবে তাঁদের সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও নতুন নতুন ধারার বিপণন কর্মকা- বিষয়ে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য পরামর্শ নিয়ে মতবিনিময় ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ উপলক্ষে গত ১৫ এপ্রিল বিশ্ববরেণ্য অধ্যাপক ড. ড্যান ফরমোসা ও গত ১৯ এপ্র্রিল অধ্যাপক হু জেন হোয়ানের সৌজন্যে ও অংশগ্রহণে এআইইউবি অডিটরিয়ামে দুটি পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা ভোক্তাদের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে পণ্য বিপণনে নতুন নতুন কর্মপন্থা প্রণয়ন ও ব্র্যান্ডের পুনঃ উদ্ভাবন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করেন, যা থেকে শিক্ষার্থীরা বিপণন বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক জ্ঞানলাভ করতে পারবে। এআইইউবি শিক্ষক, কর্মকতা ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারের বিশেষ অতিথি অধ্যাপক ড. ড্যান ফরমোসা ও অধ্যাপক হু জেন হোয়ান এই দুই বিশ্ববরেণ্য বক্তার মূল্যবান বক্তব্য স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন। -বিজ্ঞপ্তি
×