ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেক্সিমকো গ্রুপের চার কোম্পানির সভার তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৪:৪০, ২৪ এপ্রিল ২০১৫

বেক্সিমকো গ্রুপের চার কোম্পানির সভার তারিখ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লভ্যাংশ নির্ধারণী সভার তারিখ ঘোষণা করেছে বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। এগুলো হলোÑ বেক্সিমকো সিনথেটিক্স, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বেক্সিমকো ফার্মার বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, বেক্সিমকো লিমিটেডের বিকেল ৪টায়, শাইনপুকুর সিরামিকের বিকেল সাড়ে ৪টায় এবং বেক্সিমকো সিনথেটিক্সের বোর্ড সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর বেক্সিমকো লিমিটেড ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং বেক্সিমকো ফার্মা ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এছাড়া বেক্সিমকো সিনথেটিক্স আর শাইনপুকুর সিরামিক বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি।
×