ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসবাহর সঙ্গে ঢাকায় টেস্ট দলের সদস্যরা

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ এপ্রিল ২০১৫

মিসবাহর সঙ্গে ঢাকায় টেস্ট দলের সদস্যরা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মিসবাহ-উল-হক। তাই আজহার আলীর নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান দল। বাংলাদেশ সফরে এবার শুরুতেই দারুণ বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকরা। টানা দুই ম্যাচ হেরে আগেভাগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। তাই স্বল্প পরিসরের সিরিজ শেষ হওয়ার আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আরও মনোযোগী হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই কারণে টেস্ট অধিনায়ক মিসবাহ বুধবার তৃতীয় ওয়ানডে দিন সকালেই ঢাকায় পা রেখেছেন। তার সঙ্গে এসেছেন টেস্ট দলের অন্য সদস্যরা। প্রথম টেস্ট শুরু ২৮ এপ্রিল খুলনায়। এর ৬ দিন আগেই ঢাকায় আসলেন তারা। ওয়ানডে খেলতে আসা দলের অনেক সদস্যই আবার টেস্ট সিরিজে খেলবেন। ইতোমধ্যেই ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক আজহার আলী, আসাদ শফিক, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, হারিস সোহেল, সামি আসলাম, জুলফিকার বাবর ও রাহাত আলী বাংলাদেশে অবস্থান করছেন। তারা টেস্ট দলেও যোগ দেবেন। টেস্ট খেলার জন্য বাংলাদেশে এবার আসলেন মিসবাহ ছাড়াও অভিজ্ঞ ইউনুস খান, বাবার আজম, ইমরান খান ও ইয়াসির শাহ। ওয়ানডে সিরিজটাই টনক নাড়িয়ে দিয়েছে পাকিস্তান দলের। এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসেছে সফরকারীরা। এ কারণে আগেভাগে বাংলাদেশে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটা প্রচেষ্টা হিসেবেই এই আগেভাগে আগমন। বুধবার তৃতীয় ওয়ানডের পর শুক্রবার টি২০ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর শুরু দুই টেস্টের সিরিজ। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই ভেন্যুর পরিবেশ, উইকেট সম্পর্কে ধারণাই নেই পাকিস্তান দলের। কারণ খুলনায় এর আগে খেলেনি পাকরা। মিরপুরের চেনা পরিবেশে দলের দুর্গতির পর তাই নড়েচড়ে বসেছে পাকরা। এবার টেস্ট সিরিজ নিয়ে সে কারণে ভালভাবে প্রস্তুতি সারার দিকে মনোযোগী হয়েছে দলটি। ওয়ানডে দল একেবারেই অনভিজ্ঞতায় ভরপুর হলেও টেস্ট দলটি বেশ সমৃদ্ধ পাকিস্তানের। অভিজ্ঞ মিসবাহ নেতৃত্বে রয়েছেন এবং তার সঙ্গে থাকবেন আরেক তারকা অভিজ্ঞ ক্রিকেটার ইউনুস। এছাড়া হাফিজ-আজমলরা তো আছেনই। এর আগে টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদিও নির্ধারিত সূচীর একদিন আগে ২০ এপ্রিল ঢাকায় এসেছিলেন। উজ্জীবিত বাংলাদেশের নৈপুণ্যই পাক শিবিরকে আগের চেয়ে সিরিয়াস হতে তাগাদা যোগাছে। মিসবাহরা আগেভাগে আসার কারণে এখন তাদের সুযোগ হবে টি২০ ম্যাচে খেলা দেখে দলের শক্তিমত্তা যাচাইয়ের। তাছাড়া যারা ওয়ানডে খেলছেন তাদের কাছ থেকেও টাইগারদের সম্পর্কে ধারণা নেয়ার সুযোগ থাকছে।
×