ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে ভটভটি চালক হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রকাশিত: ০৪:৩০, ২২ এপ্রিল ২০১৫

ঈশ্বরদীতে ভটভটি চালক হত্যা মামলায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর চাঞ্চল্যকর ভটভটি চালক আবু বক্কার হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। চরমিরকামারীর নুরু শাহের ছেলে রব্বেল, শহরের বস্তিপাড়ার মৃত মকবুলের ছেলে রফিকুল ইসলাম, মশুড়িয়া পাড়া সেকেন্দোর শেখের ছেলে শিপন শেখ (৩০)। সোমবার গভীর রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত ১০ এপ্রিল ডাল গবেষণা ইনস্টিটিউট ও রেশম বীজাগার সংলগ্ন অরণখোলা হাট সড়কে ভুটভুটি চালক আবু বক্কারকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ২০১৩ সালের অনার্র্স ২য় বর্ষের পরীক্ষা আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ এপ্রিল ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ২য় বর্ষ অনার্র্র্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে। সারাদেশের ৪১৭টি কলেজের ১শ’ ৭১টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৫ পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অন্য সকল পরীক্ষা যথা নিয়মে সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এক যুগ পর ৪র্থ সমাবর্তন আজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ এপ্রিল ॥ দীর্ঘ একযুগ পর আজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুরস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিকেলে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। উন্মুক্ত এবং দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের জন্য দেশের একমাত্র এ বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষার্থীদেরকে এ সমাবর্তনে সনদ প্রদান করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরের পক্ষে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে।
×