ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিভারপুলের বিদায়, ফাইনালে এ্যাস্টন ভিলা

প্রকাশিত: ০৫:৩৬, ২১ এপ্রিল ২০১৫

লিভারপুলের বিদায়, ফাইনালে এ্যাস্টন ভিলা

স্পোর্টস রিপোর্টার ॥ লিভারপুলকে বিদায় করে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে এ্যাস্টন ভিলা। রবিবার রাতে সেমিফাইনালে ভিলা ২-১ গোলে পরাজিত করে লিভারপুলকে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বিজয়ী দলের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে ও ফ্যাবিয়ান ডেলফ। দ্য রেডসদের হয়ে এক গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কাউটিনহো। আগামী ৩০ মে একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে লড়বে এ্যাস্টন ভিলা। শেষ চারে গানার্সরা ২-১ গোলে হারায় রিডিংকে। এই হারে মৌসুমে একমাত্র শিরোপা জয়ের সম্ভাবনাও নস্যাত হয়ে গেছে লিভারপুলের। সেই সঙ্গে লজ্জার রেকর্ডের সারথি হয়েছেন দলটির কোচ ব্রেন্ডন রজার্স। রজার্স লিভারপুলের ইতিহাসের প্রথম কোচ যার অধীনে ১৯৫০ সালের পর টানা তিন মৌসুমে কোন শিরোপা জয় করতে পারেনি দ্য রেডসরা। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল নেয় লিভারপুল। প্রথম ১৫ মিনিটের মধ্যে তিনটি ভাল আক্রমণও করে তারা। কিন্তু এ্যাস্টন ভিলার রক্ষণ দুর্গের কারণে গোলের স্বাদ পায়নি লিভারপুল। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৩০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কাউটিনহোর গোলে এগিয়ে যায় দ্য রেডসরা। ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন কাউটিনহো। ছয় মিনিট পর গোলটি শোধ করে দিয়ে লড়াই জমিয়ে তোলে এ্যাস্টন ভিলা। ফ্যাবিয়ান ডেলফের পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে সমতাসূচক গোল করেন কঙ্গোর স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকে। বিরতির পর ৫৪ মিনিটে লিভারপুলকে দুশ্চিন্তায় ভাসিয়ে এগিয়ে যায় এ্যাস্টন ভিলা। আইরিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের পাস থেকে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ডেলফ।
×