ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৭৬ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৪:২১, ২১ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে ৭৬ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিকে, বিনিয়োগকারীদের মুনাফা তোলার দিনে প্রধান বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। সেখানে সব ধরনের সূচকই কমেছে প্রায় ১ শতাংশের উপরে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই চিত্র। সেখানেও সব ধরনের সূচকের সঙ্গে কমেছে লেনদেন। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, রবিবার উভয় বাজারেই লেনদেন বৃদ্ধির পরে সোমবার দুই বাজারেই লেনদেনের পরিমাণ কমে গেছে। এদিন ডিএসইতে ৪৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০৩ কোটি ১২ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর কিছুক্ষণ পরেই সূচকের ওঠানামা চলতে থাকে। বিশেষ করে বড় কিছু কোম্পানির দর কমতে থাকে। এর বিপরীতে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন নামের কোম্পানির প্রতি আবারও বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে। অনেকেই হাতে থাকা শেয়ার অল্প দামে বিক্রি করে এই কোম্পানির শেয়ার কিনছেন। এরই মাঝে সূচকের বড় ধরনের ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩০৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, শাশা ডেনিমস, খুলনা পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ, সাইফ পাওয়ারটেক, অগ্নি সিস্টেমস লিমিটেড এবং গ্রামীণফোন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ জাহিন টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইবনে সিনা, প্রাইম ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, এএফসি এ্যাগ্রো, এবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ফাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, প্রাইম লাইফ ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিকে, সোমবার দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সূচকের সঙ্গে লেনদেন কমেছে। সেখানে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সেখানে মোট ৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। সকালের ইতিবাচক শুরুর পরেও সিএসই সার্বিক সূচক ১৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাশা ডেনিমস, মবিল যমুনা বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, ইউনাইটেড এয়ার ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
×