ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার কাছে জার্মানির হার, হল্যান্ড-অস্ট্রেলিয়া ও পোল্যান্ড-সুইজারল্যান্ডের ড্র

ফেড কাপে সেরেনা উইলিয়ামসের জয়

প্রকাশিত: ০৫:২৬, ২০ এপ্রিল ২০১৫

ফেড কাপে সেরেনা উইলিয়ামসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৯ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। ফেড কাপে এখন পর্যন্ত পরাজয় দেখেনি আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবারের আসরেও বজায় রেখেছেন তিনি। শনিবার ফেড কাপের প্লে-অফ ম্যাচে সেরেনা উইলিয়ামস ৭-৬ (৫) এবং ৬-২ গেমে পরাজিত করেন ইতালির ক্যামিলা জিওর্গিকে। এর ফলে দারুণ উচ্ছ্বসিত সেরেনা উইলিয়ামস। ম্যাচে শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘ম্যাচে আমি খুবই ভালভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’ তবে ক্যামিলা জিওর্গিও বিপক্ষে দ্বিতীয় সেটটা সহজেই জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু প্রথম সেটেই রীতিমতো ঘাম ঝড়াতে হয় তাকে। ম্যাচ শেষে প্রতিপক্ষের দুর্দান্ত পারফর্মেন্সের কথা স্বীকারও করেছেন ৩৩ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। এ বিষয়ে তিনি বলেন, ‘সে খুবই ভাল পারফর্মেন্স করেছে। কিন্তু আমি সবসময়ই আমার অবস্থানটাকে ধরে রেখেছি। কখনই হতাশ হয়নি। কোর্টে ইতিবাচক থেকেই আমার সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেছি। আমি আমার সমগ্র ক্যারিয়ারেই কঠোর অনুশীলন করেছি এবং এখনও করছি। তাই ক্যামিলা জিওর্গির বিপক্ষে ম্যাচে আমার অভিজ্ঞতাও কাজে লেগেছে বলে আমি মনে করি।’ ক্যামিলা জিওর্গি তেমন অভিজ্ঞ খেলোয়াড় নয়। ইতালিয়ান অধিনায়কের দ্বিতীয় পছন্দের খেলোয়াড় হিসেবেই দলে জায়গা পান তিনি। কিন্তু সেরেনা উইলিয়ামসের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে চমকে দিয়েছেন অনেককেই। তাই সেরেনার কাছে হারলেও কোন ধরনের আফসোস নেই তার। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী জিওর্গি বলেন, ‘সেরেনা উইলিয়ামসের বিপক্ষে আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। কিন্তু তার কাছে আমার দুটি ইরর হয়েছে। ম্যাচে মাত্র দুটি ইরর প্রকৃতপক্ষে তেমন বড় কিছু না। কিন্ত্র টাইব্রেকে দুটি ইরর স্বর্ণপদক জয়ের মতোই। তবে আমি যেভাবে খেলেছি তাতে হেরে গেলেও আফসোসের কিছুই নেই।’ জিওর্গি হারলেও জয়ের দেখা পেয়েছেন ইতালির আরেক তারকা সারা ইরানি। তিনি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫৭তম অবস্থানে থাকা লরেন ডেভিসকে ৬-১ এবং ৬-২ গেমে পরাজিত করেন জিওর্গিকে। আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামসের প্রশংসা করেছেন আমেরিকান অধিনায়ক ম্যারি জো ফার্নান্দেজও। সেইসঙ্গে জিওর্গিরও প্রশংসা করেছেন তিনি। এ বিষয়ে আমেরিকান অধিনায়কের মন্তব্য হলো, ‘এটা অসাধারণ এক ম্যাচ ছিল। জিওর্গি অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছে। সেরেনাও ভাল খেলেছে। কোর্টে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিশেষ করে ট্রাইব্রেকে তার পারফর্মেন্স যেন একেবারেই ভিন্ন।’ পোল্যান্ড-সুইজাল্যান্ডের ম্যাচটিও ড্র হয়। পোলিশ টেনিস তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-৪ এবং ৬-০ গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসকে। বিশ্ব টেনিসের দ্বৈতে দারুণ সময় কাটছে সুইস তারকা হিঙ্গিসের। সম্প্রতি টানা তিন শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে। এছাড়া হল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটিও ১-১ ব্যবধানে ড্র হয়। তবে চমক উপহার দিয়েছে রাশিয়া। এদিন তারা ২-০ গোলে হারায় শক্তিশালী জার্মানিকে।
×