ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনায় গাছ নিধন

প্রকাশিত: ০৫:২১, ২০ এপ্রিল ২০১৫

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনায় গাছ  নিধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ এপ্রিল ॥ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মী শাহজাদপুরে সওজের দ্বরিয়াপুর- কৈজুড়ী রাস্তার দু’পাশের বিভিন্ন জাতের গাছ কাটা অব্যাহত রেখেছে। তারা প্রভাবশালী এক নেতার ক্ষমতার দাপটে শত শত গাছ কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে শাহজাদপুর থানা পুলিশ পরোক্ষভাবে সহায়তা করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।জানা যায়, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সড়ক ও জনপথ বিভাগের দ্বারিয়াপুর-কৈজুড়ী রাস্তার গাছ কাটা অব্যাহত রয়েছে। এলাকাবাসী গাছ কাটায় বাধা দেয়ায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়ে সাঁকো প্রতিবন্ধীর নির্বাহী পরিচালক, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে গাছ কাটা অব্যাহত রয়েছে। শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান বলেন, গাছগুলো সড়ক ও জনপথ বিভাগের।
×