ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে হত্যার শিকার পরিবারকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:২১, ২০ এপ্রিল ২০১৫

নীলফামারীতে হত্যার শিকার পরিবারকে  হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আয়কর বিভাগের কম্পিউটার অপারেটর নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের আখতারুজ্জামানকে (২৭) হত্যার ঘটনার পর এবার মোবাইল ফোনে এক লাখ টাকা দাবি করে তার চাচা ভাই ইকুনুজ্জামানকে (২৮) ম্যানেস প্রদান করা হয়েছে। রবিবার সকালে দুই দিনের মধ্যে ওই টাকা বিকাশের মাধ্যমে প্রদানের আল্টিমেটাম দেয়া হয়। তা না হলেও ইকুনুজ্জামানকেও হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় ওই পরিবারের পক্ষে ডিমলা থানায় জিডি করা হয়েছে। হত্যার শিকার আখতারুজ্জামানের চাচাতো ভাই ইকুনুজ্জামান জানান তার মোবাইলে বিকাশ নম্বর-(০১৯৬০-৭৩৭৫২৮ ) দিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। বাংলায় লিখা ওই ম্যাসেজে বলা হয়েছে তোমার ভাইয়ের মতো যদি হওয়ার না চাও তবে ১ লাখ টাকা দাও। সময় দুইদিন। তোমার ভাই খুনী আমি চিনি পাঁচজন খুনীর নামও জানি। যদি তুমি টাকা এক লাখ দাও ০১৯৬০-৭৩৭৫২৮ বিকাশ করে দিবে। দ্বিতীয় মেসেজে বলা হয় তোমার জীবনের চেয়ে টাকা বড়। আজ ১ লাখ দিবে, না দিলে শেষ। এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন খান বলেন, আখতারুজ্জামান হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকি ও টাকা দাবির বিষয়ে দায়ের করা জিডিটি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি আখতারুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়।
×