ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেটে ব্যাংকের কর্পোরেট কর কমানোর প্রস্তাব

প্রকাশিত: ০৪:৫০, ২০ এপ্রিল ২০১৫

বাজেটে ব্যাংকের কর্পোরেট কর কমানোর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং খাতে আরোপিত করের হার কমানোর প্রস্তাব করেছে বেসরকারী খাতের ব্যাংকগুলোর উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। আসন্ন বাজেট উপলক্ষে তাদের তৈরি প্রস্তাবনায় এসব কথা বলা হয়েছে। প্রস্তাবটি অচিরেই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশনে (এফবিসিসিআই) জমা দেয়া হবে। তাদের প্রস্তাবে আরও বলা হয়, প্রত্যক্ষ ও পরোক্ষ কর মিলে ব্যাংকিং খাতে করের বোঝা অন্য যে কোন খাতের চেয়ে বেশি। এছাড়া সাম্প্রতিক সময়ের ব্যবসায়িক মন্দায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্যাংকিং খাত। এ খাত এখনও ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার ওপর আবার রাজনৈতিক অস্থিরতার আঘাত এসেছে ২০১৫ সালে। এ কারণে ব্যাংকিং খাতের ওপর করের বোঝা কমানো উচিত। তারা বলেছেন, ব্যাংকগুলোর নিট মুনাফা কম হওয়ায় ২০১৪ সালের লভ্যাংশ দেয়ার প্রবণতা কমে গেছে। এতে ব্যাংকের শেয়ারগুলোর বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে তারা ব্যাংকের মুনাফার ওপর কর্পোরেট কর কমানোর প্রস্তাব দিয়েছেন। বর্তমানে এ খাতে ৪২ দশমিক ৫ শতাংশ হারে কর আরোপিত রয়েছে। আগের বছরও তাই ছিল। উদ্যোক্তা এ খাতে করের হার ৩৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে। তাদের মতে, ব্যাংকগুলোর মুনাফার ওপর আরোপিত কর্পোরেট করের হার কমানো হলে বিনিয়োগকারীদের বাড়তি লভ্যাংশ দেয়া সম্ভব হবে। এতে দেশের শেয়ারবাজারে মুনাফার হার বাড়বে, যা মন্দা বাজারকে চাঙ্গা করতে সহায়ক ভূমিকা পালন করবে।
×