ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএলে রাজস্থান-চেন্নাই, ব্যাঙ্গালুরু-মুম্বাই ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:১৩, ১৯ এপ্রিল ২০১৫

আইপিএলে রাজস্থান-চেন্নাই, ব্যাঙ্গালুরু-মুম্বাই ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রয়েছে দুটি খেলা। আহমেদাবাদে প্রথম ম্যাচে উড়ন্ত রাজস্থান রয়্যালসের মুখোমুখি আরেক সফল দল চেন্নাই সুপার কিংস। দুটি দলই এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। চার খেলার সবটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে স্টিভেন স্মিথের রাজস্থান। আর তিন জয়ে দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আজ প্রথম হারের স্বাদ পেতে হবে কোন দলকে! সুতরাং জমবে লড়াই। অপরদিকে ‘ক্রেজি হিরো’ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ চার খেলায় এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানের সাফল্যের রূপকার ক্যাপ্টেন স্মিথ, আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালের নায়ক জেমস ফকনার। দারুণ খেলছেন দু’জনে। কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মিশন শুরু করে রাজস্থান। ব্যাট হাতে ৩৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নিয়ে নায়ক ছিলেন ফকনার। দিল্লী ডেয়ার ডেভিলসের বিপক্ষে অবশ্য শেষ বলে ৪ হাঁকিয়ে ৩ উইকেটের নাটকীয় জয় এনে দেন টিম সাউদি। মুম্বাইকে তো পাত্তাই দেয়নি স্মিথরা! ১৬৪ রানের জবাবে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ৫৩ বলে ৭৯ রানের অপরাজেয় ইনিংস খেলে ম্যাচসেরা স্মিথ। স্মিথ-ফকনার ছাড়া আছেন ধারাবাহিক ভাল খেলা অজিঙ্কা রাহানে, করুণ নায়ার স্টুয়ার্ট বিনি ও ক্রিস মরিসের মতো পারফর্মার। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। দিল্লী ডেয়ার ডেভিলসকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে শুরু করে চেন্নাই। এরপর হায়দরাবাদকে ৪৫ রানে ও সর্বশেষ মুম্বাইকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় ধোনি বাহিনী। ধোনি ছাড়া দলটিতে আছেন ডোয়াইন স্মিথ, ব্রেন্ডন ম্যাককুলাম, ফ্যাফ ডুপ্লেসিস, ডোয়াইন ব্রাভোর মতো বিদেশী রিক্রুটার। কম যাবেন না স্থানীয় সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন ও আশিষ নেহরা। বল হাতে ভেল্কি দেখাচ্ছেন নেহরা। সাবেক জাতীয় পেসার ৩ উইকেট নিয়ে ছিলেন আগের ম্যাচের ম্যাচসেরা। অপর ম্যাচে আজ দুই প্রতিদ্বন্দীর মধ্যে মুম্বাই যেখানে এখনও জয়হীন, সেখানে ২ খেলায় ১ হার ও ১ জয় ব্যাঙ্গালুরুর। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পাওয়া কোহলি বাহিনী অবশ্য হায়দরাবাদের কাছে হারে ৮ উইকেটের বড় ব্যবধানে। দলটিতে আছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো বড় তারকা। জয়ের দেখা পেতে মরিয়া রোহিত শর্মার মুম্বাই শিবিরে দেখা যাবে লাসিথ মালিঙ্গা, কাইরেন পোলার্ড, কোরি এ্যান্ডারসন ও হরভজন সিংদের।
×