ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে আ’লীগ সমর্থক ব্যবসায়ীদের জোট গঠনের প্রক্রিয়া

প্রকাশিত: ০৬:৪০, ১৮ এপ্রিল ২০১৫

এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে আ’লীগ সমর্থক ব্যবসায়ীদের জোট গঠনের প্রক্রিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই জোটের অন্যতম লক্ষ্য হচ্ছে সরকার সমর্থক ব্যবসায়ীদের জিতিয়ে আনা। এ লক্ষ্যে সভাপতি প্রার্থী আবদুল মাতলুব আহমাদের গুলশানের বাসায় সম্প্রতি একটি বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ, সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, সাবেক পরিচালক নজিবুর রহমান, সিরাজুল হক, নূরুল হুদা মুকুট, মুঞ্জরুল আলম, মাসুদ পারভেজ ইমরান, জাহাঙ্গীর আকন্দ সেলিম, মাহবুবুর রহমান, মোঃ নিজামউদ্দীন, মোফাজ্জল প্রমুখ। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের আগামী ২০১৫-১৭ পরিচালনা পর্ষদ নির্বাচনে চেম্বার গ্রুপের প্যানেল থেকে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের বাদ দেয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার জন্ম নিয়েছে। শুধু তাই নয়, এ বিষয়ে সমস্যা সমাধান ও করনীয় নির্ধারণে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে, নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা এখন মাঠে রয়েছেন। তারা যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জিতিয়ে আনার ব্যাপারে দৃঢ় সঙ্কল্পবদ্ধ।
×