ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছবি আঁকিয়ে ছাগল

প্রকাশিত: ০৬:১৪, ১৮ এপ্রিল ২০১৫

ছবি আঁকিয়ে ছাগল

চাইলেই যে কেউ ছবি আঁকতে পারে না। কিন্তু ছবি আঁকছে ছাগল, এও কি বিশ্বাসযোগ্য। অস্বাভাবিক মনে হলেও এমনটাই হয়েছে আমেরিকার নিউ মেক্সিকোর আলবাকার্কি বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনের সদস্য ক্রিস্টিন রাইট একটি ছাগলকে কয়েক মাস ধরে ছবি আঁকা শিখিয়েছেন। ছাগলটিও ছবি আঁকা শেখায় বেশ মনোযোগী ছিল। ফলে চার বছর বয়সী ছাগল বোডি অতি দ্রুতই শিখে ফেলে ছবি আঁকার কৌশল। ছাগলের আঁকা ছবি বিক্রি করাও হয়েছে। একটি ছবি বিক্রি করা হয়েছে ৪০ মার্কিন ডলারে। আরেকটি ছবি নিউ মেক্সিকোর বায়োপার্ক সোসাইটিতে বিক্রির জন্য রাখা হয়েছে। ছাগলটির এই সৃজনশীল প্রতিভার জন্য একে ভিনসেন্ট ভ্যান গগের অনুকরণে ডাকা হচ্ছে ‘ভিনসেন্ট ভ্যান গোট’ নামে। কয়েকদিন আগে রিও গ্রান্ড হেরিটেজ ফার্মে বোডির ছবি আঁকা প্রদর্শনী হয়। অভিনব সেই প্রদর্শনী দেখতে হাজির হয়েছিল অসংখ্য মানুষ। সবাই ছাগলটির তুলি দিয়ে ছবি আঁকা দেখে অভিভূত। এই বিষয়ে আলবাকার্কি চিড়িয়াখানার ম্যানেজার লিন টুপা বলেন, ‘একটা ছাগল মুখে তুলি, ব্রাশ নিয়ে ছবি আঁকছে এবং সেই ছবিতে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটছে-এ সত্যিই অভূতপূর্ব। সূত্র- ইন্টারনেট
×