ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি খন্দকার মাহবুবের

প্রকাশিত: ০৫:১০, ১৮ এপ্রিল ২০১৫

প্রতি কেন্দ্রে সিসি  ক্যামেরা বসানোর  দাবি খন্দকার  মাহবুবের

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৩ বছর পূর্তি উপলক্ষে ‘স্বাধীনতা পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খন্দকার মাহবুব বলেন, বর্তমান সরকার কত মানুষকে গুম, খুন ও অপহরণ করেছে তার জবাব একদিন দিতে হবে। গণতন্ত্রের লেবাস পরে এ সরকার সকল প্রকার অগণতান্ত্রিক কাজ করছে। তাই আর অনুনয় বিনয়ের সময় নেই, সময় এসেছে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সুযোগ এসেছে জবাব দেয়ার। লগি বৈঠার ইতিহাস সকলে জানে। তবে বিএনপি লগি বৈঠার আন্দোলনে বিশ্বাস করে না। লাশের ওপর নৃত্য করে সরকার পতন করতে চায় না। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন করা হবে। খন্দকার মাহবুব বলেন, ৫ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর কীর্তিকলাপ দেশের সকল মানুষ জানে। তাই সিটি নির্বাচনে সরকারের সোনার ছেলেরা তার পুনরাবৃত্তি করলে আর আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করলে তা দেশের মানুষকে দেখানোর জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে হবে। তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে দেশকে কলঙ্কিত করা হয়েছে। এর সঠিক বিচার না হলে আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে একদিন বাংলার জনগণের কাছে জবাব দিতে হবে। তিনি বলেন, আসন্ন সিটি নির্বাচনে ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি ঘটলে তার পরিণাম হবে ভয়াবহ। আলোচনা সভায় নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আজ প্রায় ১ মাস ১০ দিন হলো আমার স্বামী নিখোঁজ। আমার স্বামীকে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অক্ষত অবস্থায় তুলে নিয়ে গেছে আমি বার বার বলছি সেভাবেই ফেরত চাই। কিন্তু তারা কোন উদ্যোগই গ্রহণ করছে না। একটি পরিবারের অভিভাবককে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সেই পরিবারের সদস্যরাই শুধু বুঝতে পারে হারানোর বেদনাটা কী। আমার ছেলে-মেয়ে প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে আম্মু বাবার কোন খোঁজ পেলে? আমি এর কোন জবাব দিতে পারি না। তারাতো কোন অন্যায় করেনি তাহলে কেন তারা তার বাবাকে হারাবে? আমি আমার স্বামীকে ফেরত পেতে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সকল শেণীর মানুষের কাছে সহযোগিতা কামনা করি। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ। ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতারা ॥ নিখোঁজ হওয়ার ৩ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে ইলিয়াস আলীর বাসায় যান বিএনপি নেতারা। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপি নেতারা ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে তার স্ত্রী-সন্তানদের খোঁজ-খবর ও সমবেদনা জানান। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে প্রাইভেটকার চালক আনছার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।
×