ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে ৫৬ দিন পরে ফিরলেন রাহুল

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ এপ্রিল ২০১৫

অবশেষে ৫৬ দিন পরে ফিরলেন রাহুল

অবশেষে ইতি পড়ল অন্তরাল বিতর্কে। ৫৬ দিন পরে বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে পা রাখেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে বেলা ১১টা ১৫ মিনিটে দিল্লী বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সোজা চলে যান ১২ তুঘলক রোডে তাঁর সরকারী বাসভবনে। সেখানে বেলা ১১টা থেকেই অপেক্ষা করছিলেন তার মা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়াও। খবর টাইমস অব ইন্ডিয়া, সিএনএন-আইবিএন ও আনন্দবাজার পত্রিকার। রাহুলের এই অন্তরালে চলে যাওয়া নিয়ে দিল্লীতে গত দু’মাস ধরে ঘুরছে নানা প্রশ্ন। তিনি ১৬ ফেব্রুয়ারি বিশ্রামে যান। পার্লামেন্টে বাজেট অধিবেশনের শুরুর দিন ২৩ ফেব্রুয়ারি থেকেই তিনি ছিলেন অন্তরালে। দলের তরফে জানানো হয়, আমেথির এমপি আপাতত ছুটিতে আছেন। কিন্তু বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনের সময় বিরোধী দলের প্রধান মুখের এমন ছুটিতে যাওয়া নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ক্ষমতাসীন দল বিজেপির প্রশ্নবাণে জর্জরিত হতে হয় কংগ্রেস নেতৃত্বকে। কংগ্রেস যদিও বিষয়টিকে খুব একটা আমল দিতে চায়নি। তবে অস্বস্তিও কাটিয়ে উঠতে পারেনি। এদিন রাহুলের ঘরে ফেরার খবর পেয়ে তাঁর বাসভবনের সামনে ভিড় করেন প্রচুর মানুষ। বাজি-পটকা ফাটানোর পাশাপাশি তাঁরা ঢাক-ঢোল-নাকাড়াও বাজাতে থাকেন। তবে এখনও পর্যন্ত অবশ্য জানা যায়নি কোথায় এতদিন ছুটি কাটাতে গিয়েছিলেন রাহুল। সূত্রগুলো জানিয়েছে, রাহুল মিয়ানমারের ইয়াঙ্গুনে বিখ্যাত এক মেডিটেশন রিট্রিট সেন্টারে ছিলেন। সানডে গার্ডিয়ান এক রিপোর্টে বলেছে, রাহুল ছুটি কাটাতে তাঁর ছেলেবেলার বন্ধু সামির শর্মার কাছে ইতালি গিয়েছিলেন। সূত্রগুলো দাবি করেছে, মা সোনিয়া এবং বোন প্রিয়াঙ্কার সঙ্গে মতপার্থক্যের কারণে রাহুল নয়াদিল্লী ছেড়েছিলেন। প্রিয়াঙ্কা তাঁকে কিছুদিনের জন্য পেছনে চলে যেতে এবং তাঁদের মাকে দলের নেতৃত্ব দেয়ার জন্য বলেছিলেন। এর উত্তরে রাহুল বলেছিলেন, তাহলে দলের নেতৃত্ব দেয়ার জন্য তাকে বিদেশ থেকে ডেকে আনা যাবে না এবং একই রাতে তিনি ব্যাংককের উদ্দেশে দিল্লী ছাড়েন। এর কিছুদিন পরে তিনি লন্ডনে যান এবং সেখান থেকে তিনি ইতালিতে সামিরের কাছে যান। রামলীলা ময়দানে জমি অধিগ্রহণ অধ্যাদেশের বিরুদ্ধে রবিবার জনসভার অংশগ্রহণ করবেন রাহুল।
×