ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা

প্রকাশিত: ০৬:১৫, ১৬ এপ্রিল ২০১৫

 সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ কক্সবাজারে এসে প্রথম ম্যাচেই হেরেছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা। বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দলকে ২৬ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সাত ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ৩-১ ব্যবধানে এগিয়ে। শান্ত ম্যাচসেরা হন। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২০৬ রান করে টাইগার জুনিয়ররা। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ছাড়া কেউ সেভাবে রান পাননি। তবে মিডল ও লোয়ার অর্ডার ভাল করলে বাংলাদেশের রানটা আরও বড় হতে পারত। অধিনায়ক শান্ত ৪৫, পিনাক ঘোষ ৪২, সাইফ হাসান ৪১, মোসাব্বেক ২২, নিহাদুজ্জামান ১৮, সাইফুদ্দিন ১০ রান করেন। ব্রেন্ডন গোবার ৩, ডিন ফক্সক্রফট ২টি করে উইকেট পান। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৮০ রান করতে সমর্থ হয় প্রোটিয়া যুবারা। পিটার উইলেম ৮০, মুনস্যামি ২০, অধিনায়ক জর্জি ১৯, সেনোকওয়ানে ১৯ রান করেন। শান্ত, সাইফুদ্দিন, মোসাব্বেক ২টি করে উইকেট নেন। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস ২০৬/১০; ৫০ ওভার (নাজমুল ৪৫, পিনাক ৪২, সাইফ ৪১; ব্রেন্ডন ৩/৪৭)। দক্ষিণ আফ্রিকা ইনিংস ১৮০/৯; ৫০ ওভার (পিটার ৮০, রিভালডো ২০; সাইফুদ্দিন ২/৭)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ২৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নাজমুল হোসেন। কক্সবাজারে সার্ফিং প্রশিক্ষণ ক্যাম্প বাংলাদেশে সার্ফিংয়ের মান উন্নয়ন, নতুন সার্ফার তৈরির লক্ষে কক্সবাজারে বুধবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের সার্ফিং প্রশিক্ষণ ক্যাম্প। বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশন আয়োজিত সাত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। আন্তর্জাতিক সার্ফিং কর্তৃপক্ষ ‘সার্ফিং দ্য নেশন্সের’ সভাপতি টম বাউয়ার, বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাকের কর্মকর্তা কৌশিক রহমান বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে আগত সার্ফিং দ্য নেশন্সের পঁচিশ প্রশিক্ষক। দেশের ৭০ প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ দিচ্ছেন দলটি। -বিজ্ঞপ্তি
×