ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দল নিয়ে সন্তুষ্ট কোচ হাতুরাসিংহে

প্রকাশিত: ০৬:১৩, ১৬ এপ্রিল ২০১৫

দল নিয়ে সন্তুষ্ট কোচ হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দিকা হাতুরাসিংহে। এবার আর অসন্তুষ্ট নন কোচ। যে দলটি পাকিস্তানের বিপক্ষে ঘোষণা করা হয়েছে, সেই দল নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন হাতুরাসিংহে। বলেছেন, ‘দল ভালই হয়েছে। আমরা দেশের মাটিতে খেলব। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ার জন্য আমাদের সেরা দলই আছে।’ অথচ কোচ দল নিয়ে শুধু বিশ্বকাপের আগেই নয়, বিশ্বকাপের পরও অসন্তুষ্ট ছিলেন। গণমাধ্যমে অনেক ‘কড়া’ কথাই বলেছিলেন। এবার চুপ হাতুরাসিংহে। শুক্রবার থেকে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। গত ৮ এপ্রিল ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল নিয়ে সন্তুষ্টই কোচ। বুধবার যখন পাকিস্তান-বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ হচ্ছে ফতুল্লায়, এক ইনিংস শেষ; ঠিক এমন সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়। যারা প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন, তারা বাদ দিয়ে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা অনুশীলন করেন। অনুশীলনের আগে হাতুরাসিংহে তার সন্তুষ্টির কথা জানান। ওপেনিং নিয়ে একটু চিন্তিতও হাতুরাসিংহে। প্রতি সিরিজের আগেই দলে নতুন নতুন ওপেনার আনা হচ্ছে। এ নিয়েও কোচ বলেন, ‘এটি হতাশ হওয়ার মতো কিছু বলে আমি মনে করি না। তবে আমি চাই ওপেনিং জুটিটা যাতে দাঁড়িয়ে যায়। আসলে বিষয়টি খেলোয়াড়দের কাছে। তাদের উচিত, প্রাপ্ত সুযোগগুলো লুফে নেয়া। আমরা পুরো দলের জন্য একটি ‘পারফেক্ট কম্বিনেশনের’ আশায় আছি। রনি তার যোগ্যতা দেখিয়েই দলে এসেছে। দুই ফরম্যাটের ক্রিকেটেই সে প্রচুর রান করেছে। সুতরাং সে এলে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদারই ছিল। দেখা যাক সে সিরিজে কি করতে পারে।’ আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে উন্নতির জায়গাও আছে বলে মনে করেন হাতুরাসিংহে। বলেছেন, ‘কোন জায়গায় উন্নতি দরকার, তা নিয়ে আমরা কথা বলেছি। একই সঙ্গে ভাল ফলাফলের জন্য কিভাবে কী করতে হবে তা নিয়েও আলোচনা হয়েছে। সামান্য কিছু বিষয় উন্নতির প্রয়োজন। আশা করি সিরিজে আমরা ভালই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’ বিশ্বকাপের পর দল নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন হাতুরাসিংহে। তা মোটেও নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন ক্রিকেট অপারেশন্স কমিটি ভাল চোখে নেয়নি। অপারেশন্স কমিটির প্রধানের সঙ্গে যোগাযোগ বিষয়ে কোচ বলেন, ‘এটি সম্পূর্ণই টেকনিক্যাল বিষয়। এ বিষয়ে বেশি কথা বলব না। এটা খুবই দুঃখজনক যে, দল ভাল খেলছে অথচ বাইরের বিষয়গুলোর কারণে দলের বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে। আমার মনে হয় এখন অন্য বিষয় বাদ দিয়ে দলের ভাল খেলার দিকে মনোযোগ দেয়া প্রয়োজন।’ বিশ্বকাপের শেষ কয়েক ম্যাচ থেকে তামিম ইকবাল তার নামের প্রতি সুবিচার করতে পারেনি। বর্তমানে বাঁ হাতি এ ওপেনার অফফর্মে রয়েছেন। এ বিষয়ে কোচের যুক্তি, ‘আসলে রান না পাওয়ায় অন্য সবার চেয়ে তামিমই বেশি হতাশ। সেই অবশ্যই বেশি রান করতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যে কোন দলের জন্যই পরিস্থিতি কঠিন ছিল। সে সেখানে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। ঘটনাটা বেশি দিন না, মাত্র দুই ম্যাচ আগেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। তাকে আরও কিছুটা সময় দেয়ার প্রয়োজন আছে।’ বাংলাদেশ-পাকিস্তান সিরিজে কোন দলকেই এগিয়ে রাখতে চান না কোচ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বলব না যে আমরা এগিয়ে আছি। কারণ রেকর্ড বলছে তারা (পাকিস্তান) বাংলাদেশে সব সময় ভাল খেলে। আমরা তাদের বিপক্ষে এক ম্যাচ জিতেছি। তবে আশার বিষয় হলো এখন আমরা একটি দল হিসেবে ভাল খেলছি। আমরা আমাদের কাজ সম্পর্কে সচেতন। আশা করি এবার আমরা তাদের বিপক্ষে ভালই খেলব।’
×